নয়াদিল্লিঃ ইরানে (Iran) কেন হামলা? পশ্চিম এশিয়ায় বলপ্রয়োগের পর আমেরিকার (America) পরবর্তী সিদ্ধান্ত কী? হোয়াইট হাউসে দাঁড়িয়ে ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। জাতির উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে, ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের। আগামীতে ইরানের উপর প্রাণঘাতী হামলা চালাতে পারে আমেরিকা, সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গেই ইজরায়েল সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে ভুললেন না ট্রাম্প।
কেন ইরানে হামলা চালাল মার্কিন সেনা? বিস্তারিত জানালেন ট্রাম্প
ইরানের উপর হামলার কারণ ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প জানান, সারা বিশ্বে যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়িন্ত্রণ করতেই আমেরিকার এই উদ্যোগ। এছাড়া, ইরানকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক' বলে আখ্যা মার্কিন প্রেসিডেন্টের। ইরানের পরমাণুর ভাণ্ডারকে ধ্বংস করতেই হামলা চালানো হয় পরমাণু ঘাঁটিগুলিতে এমনটাই দাবি ট্রাম্পের। এই প্রসঙ্গে তিনি বলেন," এবার ইরানকে শান্তি স্থাপনের দিকে অগ্রসর হতে হবে। যদি তা না নয় তবে আরও বড় হামলা হবে। গত আটদিনে যে বিপর্যয় দেখেছে গোটা বিশ্ব, এবার পরিস্থিতি আরও ভয়াবহ হবে। দ্রুত শান্তিস্থাপনের পথে না হাঁটলে ফের নির্ভুল দক্ষতায় হামলা চালাবে মার্কিন সেনা। " সবশেষে মার্কিন প্রেসিডেন্টের দাবি, গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে ইরান। এভাবে চলতে থাকলে পরমাণু শক্তিধর দেশগুলির তালিকার প্রথমের দিকে নাম লেখাবে ইরান। যদিও এই বিষয়ে ইরানের পাল্টা দাবি, দেশের মানুষের স্বার্থে একমাত্র পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে। উল্লেখ্য, শনিবার রাতে (স্থানীয় সময়) ইরানের আকাশসীমায় ঢুকে হামলা চালায় মার্কিন সেনা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তিনটি পারমাণবিক কেন্দ্র। সমাজমাধ্যমে এই হামলার কথা জানান ট্রাম্প। ইরানে মার্কিন সেনার এই হামলার কথা জানানো হয় ইরান সরকারের তরফে।
কেন ইরানে হামলা চালাল আমেরিকা? হোয়াইট হাউসে দাঁড়িয়ে ব্যাখ্যা দিলেন ট্রাম্প
"Completely and totally obliterated", says US President Trump after bombing Iran nuke sites
Read @ANI Story | https://t.co/GusVtPsRZu#Iran #US #DonaldTrump #Nuclearsites pic.twitter.com/1aDsgoGSvW
— ANI Digital (@ani_digital) June 22, 2025