কানাডায় মোদী (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ত্রিদেশীয় সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সাইপ্রাস সফর শেষ করে সোজা কানাডার (Canada) ক্যালগেরিতে উড়ে গিয়েছে প্রধানমন্ত্রীর বিমান। উপলক্ষ জি-৭ বৈঠক। ইরান-ইজরায়েল সংঘাতের আবহে এই জি-৭ বৈঠক যথেষ্ঠ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, সাম্প্রতিককালে কানাডা ভারতের কূটনৈতিক সম্পর্ক যেভাবে তলানিতে পৌঁছয় সেখানে এই জি-৭ বৈঠকে মোদী যোগ দেবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জি-৭ বৈঠকে যোগ দিয়েছেন মোদী।

কানাডা সফরে কী কী অভিজ্ঞতা সঞ্চয় করলেন মোদী?

প্রধানমন্ত্রীর কানাডা সফর সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে বলেই জানালেন মোদী। এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন,"কানাডায় এক ফলপ্রসূ সফরের সমাপ্তি। কানাডার জনগণ এবং সরকারকে জি৭ সম্মেলনের জন্য ধন্যবাদ। এই সম্মেলনে নানা আন্তর্জাতিক ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা বিশ্বব্যাপী শান্তি, সমৃদ্ধি এবং স্থায়িত্বকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।" কানাডার পর মোদীর পরবর্তী গন্তব্য ক্রোয়েশিয়া। প্রধানমন্ত্রীর পাঁচদিনের এই ত্রিদেশীয় সফরের এটাই শেষ গন্তব্য।

তলানিতে ঠেকেছিল সম্পর্ক, জি-৭ সম্মেলনে যোগ দিয়ে কানাডা সম্বন্ধে কী বললেন মোদী?