Cat (Photo Credit: File Photo)

ব্যাঙ্কক, ১৩ জুন:  এবার বিড়াল (Cat) থেকে মানুষের শরীরে কোভিড (COVID 19) সংক্রমণের খবরে চাঞ্চল্য ছড়াল। বছর ৩২-এর এক পশু চিকিৎসক সম্প্রতি কোভিড সংক্রমিত বিড়ালের সংস্পর্শে এসে আক্রান্ত হন বলে খবর। থাইল্যান্ডের এক পশু চিকিৎসকের পোষ্য বিড়ালের হাঁচির মাধ্যমে তিনি সংক্রমিত হন বলে খবর।  জানা যাচ্ছে, পশু চিকিৎসকের বিড়ালটি সম্প্রতি একজন কোভিড রোগীর সংস্পর্শে আসে।  এরপর ওই পশু চিকিৎসকের সামনে বিড়ালটি হাঁচি দিলে, তিনিও করোনায় সংক্রমিত হন।

জানা যায়, পশু চিকিৎসকের বিড়ালের দ্বারা তিনি সংক্রমিত হয়েছেন, এমন ধারনা কারও ছিল না।  সুস্থ, স্বাভাবিক বিড়ালটির করোনা পরীক্ষা করা হলে, আক্রান্তের রিপোর্ট প্রকাশ্যে আসে।

আরও পড়ুন:  Prophet Remarks Row: 'মহম্মদকে নিয়ে নূপুর শর্মার আপত্তিজনক মন্তব্য ভারতের নিজস্ব বিষয়', পাশে দাঁড়াল বন্ধু বাংলাদেশ

তবে এটাই প্রথম, এমন নয়।  থাইল্যান্ডে নিজেদের পোষ্যর সঙ্গে থাকাকীলন অবস্থায় দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হন বলে খবর মেলে। পোষ্যকে এক বিছানায় নিয়ে ঘুমোনার পর ওই ২ ব্যক্তি করোনায় আক্রান্ত হন বলে খবর। গত ৫ দিন আগের ওই ঘটনার পর এবার এক পশু চিকিৎসকের করোনায় আক্রান্ত হওয়ার খবর মেলে পোষ্যর মাধ্যমে।