Cargo Ship Catching Fire (Photo Credit: X)

দিল্লি, ২৫ জুন: প্রশান্ত মহাসাগরে (Pacific Ocean) ডুবে গেল জাহাজ। গাড়ি ভর্তি একটি জাহাজ (Cargo Ship Caught Fire) হঠাৎ করে ডুবে যায় প্রশান্ত মহাসাগরে। উত্তর প্রশান্ত মহাসাগরে ওই বিশালাকার জাহাজটিতে প্রথমে আগুন লাগে, তারপর সেটি ডুবে যায় মেক্সিকোতে (Mexico) যাওয়ার পথে। জানা যাচ্ছে, প্রশান্ত মহাসাগরে যে বিশালাকার জাহাজটি ডুবে যায়, সেখানে প্রায় ৩ হাজার গাড়ি ছিল। বেশিরভাগ ছিল বিদ্যুত চালিত গাড়ি। সব গাড়ি নিয়ে জাহাজটি যখন মেক্সিকোর দিকে অভিমুখ ছিল, তখন সেটিতে হঠাৎ করে আগুন লেগে যায়। বিপুল শব্দের বিস্ফোরণ ঘটিয়ে জাহাজটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ২ দিন ধরে টানা জ্বলার পর অবশেষে ওই গাড়ি ভর্তি জাহাজটি উত্তর প্রশান্ত মহাসাগরে ডুবে যায় বলে খবর।

আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের পরই গাড়ি ভর্তি জাহাজটি ডুবে যায়। লন্ডনের কোম্পানি জ়োডিয়্যাক মেরিটাইম নামে একটি বিশালাকার জাহাজে করেই ৩ হাজার নতুন গাড়ি পাঠানো হচ্ছিল মেক্সিকোর দিকে। হঠাৎ করেই সেটিতে আগুন লেগে যায়। দাই দাউ করে জ্বলতে শুরু করে জাহাজটি। অবশেষে সেটি ডুবে যায়।

দেখুন প্রশান্ত মহাসাগরে কীভাবে দাউ দাউ করে জ্বলছে জাহাজ...

 

একের পর এক ভিডিয়ো উঠে আসতে শুরু করেছে...

 

উত্তর প্রশান্ত মহাসাগরের যে জায়গায় জাহাজটিতে আগুন ধরে যায়, সেখানে জলের গভীরতা ছিল ৩ মাইলের মত। জাহাজে যে নতুন গাড়িগুলি ছিল, সেগুলি বেশিরভাগ চিনের। ওই গাড়িগুলি বোঝাই করে জাহাজটি মেক্সিকোর দিকে রওনা দেয়। জাহাজে বিপদ ঘনিয়ে আসছে বুঝতে পেরেই কর্মীরা সেখান থেকে অন্যত্র সরে যান। জাহাজে ২২ জন ছিলেন। প্রত্যেককে লাইফবোটের মাধ্যমে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। ফলে হতাহতের কোনও খবর মেলেনি বলে জানানো হয় মার্কিন উপকূলরক্ষী বাহিনীর তরফে।

গত ৩ জুন আলাক্সা উপকূল থেকে জাহাজটি ছাড়ে। আলাক্সা থেকে চলতে চলতে হঠাৎ করেই সেটিতে আগুন ধরে যায় এবং সেটি পুড়ে ছারখার হয়ে যায়।