দিল্লি, ১৪ ডিসেম্বর: মাদক (Drug) পাচারে অভিযুক্ত হওয়ায় কানাডা (Canada) ছেড়ে ভারতে (India) পালিয়ে আসেন এক ট্রাক চালক। রাজ কুমার মেহমি নামের ওই ব্যক্তি নিজের ট্রাকে করে মাদক পাচার করতেন বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে রাজ কুমার মেহমির খোঁজে তল্লাশি শুরু করে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার পুলিশ। রাজ কুমার মেহমিকে সুরেতে পাকড়াও করা হয়। মাদক পাচারের অভিযোগে এরপর রাজ কুমার মেহমিকে ১৫ বছরের জেল হেফাজরের নির্দেশ দেয় কানাডার আদালত। কানাডার আদালতের তরফে সাজা ঘোষণার পর রাজকুমার মেহমি পালিয়ে ভারতে চলে আসেন। প্রসঙ্গত রাজ কুমার মেহমি ব্রিটিশ কলম্বিয়া জাতীয় সড়কে পাকড়াও করার পর তাঁর কাছ থেকে ৮০ কেজি কেকেইন উদ্ধার করা হয়েছে বলে খবর।
দেখুন ট্যুইট...
A #Canada-wide arrest warrant has been issued against a 60-year-old Sikh truck driver in #BritishColumbia province who fled to #India after he was sentenced to 15 years in prison for drug trafficking.
Raj Kumar Mehmi from Surrey was sentenced in November for smuggling 80 kg of… pic.twitter.com/VVaGH4ycwg
— IANS (@ians_india) December 14, 2023
খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়তে শুরু করে। নিজ্জরের খুনের পর এসএফজি প্রধান (নিষিদ্ধ খালিস্তানি সংগঠন) গুরপতওয়াত সিং পান্নুনকে খুনের চক্রান্ত করা হয়েছে বলে খবর প্রকাশ হয়। যা নিয়ে কানাডার একাধিক শিখ সংগঠনের তরফে ভারতীয় আধিকারিকদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। যা নিয়ে ফের ভারতের সঙ্গে কানাডার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে।