Human Skin Teddy Bear (Photo Credits: Facebook)

ক্যালিফোর্নিয়া, ১৫ জুলাইঃ মানুষের চামড়া দিয়ে তৈরি করা হয়েছে টেডি বিয়ার! এও সম্ভব নাকি! ক্যালিফোর্নিয়ার (California) ভিক্টরভিলে মানুষের চামড়া দিয়ে তৈরি টেডি বিয়ার যেন আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশেরও রাতের ঘুম কেড়েছ ওই ভয়ানক বিকৃত পুতুল।

১৩ জুলাই, রবিবার বিয়ার ভ্যালি রোডে বাস স্টপের কাছে ওই অদ্ভুত চেহারার পুতুল চোখে পড়ে স্থানীয়দের। তাঁরাই খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশেরও চোখ কপালে ওঠে। এক তদন্তকারী পুলিশ আধিকারিক জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই টেডি বিয়ার মানুষের চামড়া দিয়ে সেলাই করে তৈরি করা হয়েছে। কোন ব্যক্তির চামড়া শরীর থেকে আলাদা করে তা দিয়ে বানানো হয়েছে এই ভয়ানক চেহারার পুতুল।

মানুষের চামড়া দিয়ে তৈরি টেডি বিয়ার!

রহস্যজনক টেডি বিয়ারটি সত্যিই কি মানুষের চামড়া দিয়ে বানানো হয়েছে? সেই রহস্য সমাধানের জন্যেই তা উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্যে পাঠানো হয়। ফরেনসিক রিপোর্টে সামনে আসে অন্য তথ্য। রিপোর্ট নিশ্চিত করেছে, কোনরকম মানুষের চামড়া কিংবা মানুষের টিস্যু ব্যবহার করে এই পুতুল বানানো হয়নি।

ভয়ানক বিকৃত চেহারার পুতুল

রহস্য সৃষ্টিকারী এই পুতুল সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে 'ডার্ক সিড ক্রিয়েশনস' নামে এক সংস্থার তরফে একটি পোস্ট করা হয়। যেখানে আরও দুটি ওই বিকৃত পুতুল দেখানো হয়েছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে, এক গ্রাহকের অর্ডারের ভিত্তিতে তাঁদের সংস্থা এই টেডি বিয়ার বানিয়েছে। প্রকৃত মানব মডেলের ল্যাটেক্স লাইভ কাস্টিং ব্যবহার করে এটি বানানো হয়েছে। যাতে পুতুলটিকে আরও বাস্তবিক চেহারা দেওয়া যায়। তবে ওই গ্রাহকের এমন বিকৃত চেহারার পুতুল বানাতে দেওয়ার পিছনে কী উদ্দেশ্য ছিল তা সংস্থার জানা নেই।