The BYD Shenzhen. (Photo Credits: X)

The BYD Shenzhen: দুনিয়া জুড়ে ক্রমেই বেড়ে চলেছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। পেট্রোল-ডিজেলের গাড়িতে দূষণ ও খরচের বিষয়টা চিন্তায় রাখছে বিশ্ববাসীকে। আর তাই দুনিয়া ক্রমশ পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ির দিকে নজর দিচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশেই গাড়ি মানেই ইলেকট্রিক চালিত তেমন দিকেই যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও ইলেকট্রিক গাড়ির চাহিদা গত দু তিন বছরে দ্বিগুণ হয়েছে। আর দুনিয়াব্যাপি ইলেকট্রিক গাড়ির চাহিদাকে ব্যবসায়িক সাফল্যের কাজে লাগাতে সবার আগে সেই চিন।

ইলন মাস্কের টেসলাকে টেক্কা দিয়ে চিনের BYD ইলেকট্রিক পরিবহণ ব্যবস্থা প্রস্তুতকারী সংস্থা ইউরোপের বাজার দখল করছে। মাস্কের টেসলার চেয়েও আধুনিক, তুলনায় অনেক দামে ভাল ইলেকট্রিক গাড়ি দিচ্ছে চিনের BYD। চিনের এই কোম্পানি দুনিয়ার সবচেয়ে বড় যানবাহন পরিবহন জাহাজও বানিয়েছে। BYD Shenzhen নামের দুনিয়ার দুনিয়ার সবচেয়ে বড় যানবাহন পরিবহন জাহাজে তাদের কোম্পানির ৮ হাজারেরও বেশি ইলেকট্রিক গাড়ি বোঝাই করে তা ইউরোপের বিভিন্ন দেশ, আফ্রিকায় পৌঁছে দিচ্ছে।

দেখুন চিনা জাহাজের ভিডিও

চিনের BYD কোম্পানির ইলেকট্রিক গাড়ির ফ্যাক্টারি, যা প্যারিস শহরের থেকেও বেশি জায়গা নিয়ে তৈরি হয়েছে

ইউরোপের বিভিন্ন দেশের রাজনীতিতে সরকারি হস্তক্ষেপের অভিযোগে মাস্কের সঙ্গে চলা জার্মানি, ইংল্য়ান্ডের ঠান্ডা লড়াইয়ের সুযোগটা কাজে লাগাতে চাইছে চিনের BYD। তা ছাড়া তাদের ইলেকট্রিক গাড়িতে দ্রুত চার্জ দেওয়া, যে কোনও খারাপ রাস্তাতেও মসৃণভাবে চালানো যায়।