![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2020/04/BORIS-JONSON-380x214.jpg)
লন্ডন, ১৬ মার্চ: খুব শিগগির ন্যাটো-তে (NATO) যোগ দিচ্ছে না ইউক্রেন। সেদেশের প্রেসিডেন্টের সঙ্গে বার্তালাপের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিমী সেনা জোটে এখনই ইউক্রেন অন্তর্ভুক্ত হচ্ছে না। ভ্লাদিমির পুতিন বহুদিন যাবত এই ধারণা করে বসে আছেন যে, ভলোদিমির জেলেনস্কি ন্যাটোতে যোগ দেবেন, যা রাশিয়ার সমূহ বিপদ ডেকে আনবে। যদিও ন্যাটো তা অস্বীকার করেছে।
এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশের সংবিধান বিরোধী কাজ করবেন না। তাই ইউক্রেনের পক্ষে ন্যাটোতে যোগদান সম্ভব নয়, তিন বেশ ভালভাবেই তা বুঝেছেন। বুধবারের খবর বলছে, ফের রাশিয়া ইউক্রেন আলোচনায় বসতে চলেছে।
অন্যদিকে বুধবারই ইউরোপের সবথেকে বেশি ইউক্রেন সমর্থক বরিস জনসন বুধবার বলেছেন, “পরিস্থিতি এমন যে এই মুহূর্তে কোনওভাবেই ন্যাটোতে যোগদান করতে পারবে না ইউক্রেন। তবে ভবিষ্যতে এনিয়ে সিদ্ধান্ত ইউক্রেনকেই নিতে হবে”