সম্প্রতি শেষ হয়েছে ব্রিটেনের সাধারণ নির্বাচন। ১৪ বছর পর পালাবদল ঘটন ব্রিটেনের রাজনীতিতে। কনজারভেটিভ পার্টিকে হারিয়ে ক্ষমতায় এল লেবার পার্টি। প্রধানমন্ত্রী হলেন কিয়ের স্টিমার। বুধবার সংসদে শপথবাক্য পাঠ করলেন বিরোধী দলের সাংসদেরা। যার মধ্যে অন্যতম নাম বব ব্ল্যাকম্যান। এদিন শপথবাক্য পাঠ করতে গিয়ে নজর কাড়লেন তিনি। বিশেষ করে ভারতীয়দের নজরে আসেন তিনি। কারণ শপথবাক্য পাঠ করার সময় দেখা গেল বাইবেলের পাশাপাশি ভগবত গীতাতে হাত রাখলেন তিনি। অর্থাৎ শপথবাক্যে হিন্দুধর্মগ্রন্থকে পাশে নিলেন বব ব্ল্যাকম্যান (Bob Blackman)। আর এই ভিডিও আপলোড হতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত, এবারেরে নির্বাচনে ৪১১ টি আসনে জেনে লেবার পার্টি। অন্যদিকে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি মাত্র ১২১টি আসন দখলে রাখল। যদিও খোদ ঋষি সুনাক নিজের কেন্দ্রে জয় পেলেও বাকি আসলগুলিতে ভরাডুবি হয় তাঁর দলের। এই পরাজয়ের পর দলীয় পদ থেকেও ইস্তফা দেন ঋষি। সরকার ভেঙে পড়ার পর তাঁকে পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী।