Bride Gives Birth On Her Wedding: বিয়ের কয়েক ঘণ্টা আগে সন্তানের জন্ম দিলেন মহিলা, আবাক নেটপাড়া
Woman Gave Birth Before Her Wedding (Photo Credit: Twitter)

বিয়ের (Wedding) কয়েক ঘণ্টা আগে সন্তানের (Child) জন্ম। নিক চিথামের সঙ্গে গাঁটছড়া বাঁধার কয়েক ঘণ্টা আগে মা হন রেবেকা।  বিয়ের জন্য সেজেগুজে অতিথিদের সামনে হাজির হওয়ার কয়েক ঘণ্টা আগে মা হন রেবেকা।  ছোট্ট ফুটফুটে সন্তানের জন্ম দিয়ে বিয়ের আসরে হাজির হন রেবেকা।

মার্কিন মুলুকের (US) ওই সদ্য বিবাহত দম্পতির কথায়, সন্তানের কথা ভেবে প্রথমে তাঁরা বিয়ের দিনক্ষণ পিছিয়ে দেন।  কিন্তু মহামারীর কোপে যখন মানুষের জীবন ওলট পালট হতে শুরু করে, সেই সময় রেবেকা নিক সিদ্ধান্ত নেন ২১ মে-তেই তাঁরা বিয়ে সেরে ফেলবেন।  সেই উপলক্ষ্যে সবকিছু এগনোর পর হঠাৎ করেই বিয়ের অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে রেবেকার প্রসব যন্ত্রণা শুরু হয়।

আরও পড়ুন:  Jammu And Kashmir: শিক্ষিকার পর এবার ব্যাঙ্ক ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা, উত্তেজনা কুলগামে

রেবেকাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হলে, বিয়ের দিনই ররির জন্ম হয়।  অর্থাৎ সাতপাকে বাঁধা পড়ার আগে জীবনের অন্যতম মূল্যবান সম্পদ উপহার হিসেবে পান রেবেকা, নিক। সবকিথু মিলিয়ে রেবেকা এবং নিকের বিয়ের এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে নেটিজেনদের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়।