শ্রীনগর, ২ জুন: ফের হামলা জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir)। এবার কুলগামে (Kulgam) এক ব্যাঙ্কের ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যাঙ্ক ম্যানেজারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপোর্টে প্রকাশ, কুলগামের আরে মোহনপুরা এলাকার একটি ব্যাঙ্কের ম্যানেজারকে লক্ষ্য করে আজ সকালে গুলি চালায় জঙ্গিরা। যা নিয়ে গোটা এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে, রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা ওই ব্যাঙ্কের ম্যানেজার কর্মসূত্রে কুলগামে ছিলেন। তাঁর উপরই এবার হামলা চালাল জঙ্গিরা। গোটা এলাকা ঘিরে ধরেছে পুলিশ। চলছে তল্লাশি।
J&K | Bank manager shot by terrorists in Jammu and Kashmir's Kulgam, his condition is critical.
— ANI (@ANI) June 2, 2022
সম্প্রতি রাহুল ভাট নামে এক কাশ্মীরি পণ্ডিতকে (Kashmiri Pandiit) লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সরকারি কর্মচারী রাহুল যখন তেহশিল অফিসে ছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়। রাহুলের মৃত্যুর পর অভিনেত্রী আমরিন ভাটের উপরও চলে হামলা। আমরিন ভাটের পাশাপাশি তাঁর ১০ বছরের ভাইপোও জঙ্গিদের গুলিতে জখম হয়।
আরও পড়ুন: Badshah: 'তু কব মরেগা?', কেকে-কে শ্রদ্ধা জানাতে গিয়ে আক্রমণের মুখে বাদশা
আমরিন ভাটের পর এক শিক্ষিকার উপর হামলা চালায় জঙ্গিরা। ওই শিক্ষিকার মৃত্যুর পর এবার জঙ্গিদের নিশানায় ব্যাঙ্ক ম্যানেজার। পরপর জঙ্গি হামলার ঘটনায় গোটা উপত্যকায় ফের উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।