Photo Credit_ANI

বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের পরই কোভিড আক্রান্ত কম্বোডিয়ার  প্রধানমন্ত্রী হুন সেন। জানা গেছে তিনি জি২০ সম্মেলনে যোগ দেবেন না। তবে কোভিড পজিটিভ হওয়ার খবর প্রকাশের আগেই কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন  এক শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ এক ডজনেরও বেশি বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেন।  কম্বোডিয়ার রাজধানী নমপেনে শুক্রবার শুরু হওয়া অ্যাসোসিয়েশন অব সাউথ এশিয়ান নেশনসের (আসিয়ান) শীর্ষ সম্মেলনের দায়িত্ব ছিল এবার কম্বোডিয়ার হাতে। সেই সম্মেলনে মাস্ক ছাড়াই হুন সেনের সঙ্গে আলাপচারিতা চালিয়েছিলেন দক্ষিণ-পূর্ব এশিয়ার আটটি দেশ-সহ মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, অস্ট্রেলিয়া এবং কানাডার নেতারা। এই পরিস্থিতে সংক্রমণের বিষয় যথেষ্ট চিন্তায় বিশ্ব।