ব্রাসিলিয়া, ২৭ নভেম্বর: এবার করোনা ভ্যাকসিন নিয়ে সংশয় প্রকাশ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো (Jair Bolsonaro)। বৃহস্পতিবারই তিনি জানিয়ে দিয়েছেন করোনাভাইরাসের ভ্যাকসিন তিনি নেবেন না। রয়টার্সের রিপোর্ট অনুসারে, কোভিড প্রতিষেধকের কর্মসূচি নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যেই জাইর বলসোনারোর একটি বক্তব্য মূলক ভিডিও ভাইরাল হয়েছে। তাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ভ্যাকসিন নেবার জন্য ব্রাজিলিয়ানদের বাছেনি কংগ্রেস। তবে এই সময় একটা কথা বলে নেওয়া ভাল যে বিশ্বে করোনায় মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। মহামারী শুরুর পরেও কোভিড সচেতনতা নিয়ে তেমন উচ্চবাচ্চ করেননি জাইর বলসোনারো। এমনকী, সোশ্যাল ডিস্ট্যান্সিং, মাস্ক পরা নিয়েও কটাক্ষ করেছেন। আরও পড়ুন-Madras High Court: ‘টিভিতে কন্ডোমের অ্যাড দেখতে পর্ন ফিল্মের মতো, যা তরুণ প্রজন্মকে নষ্ট করছে’
Brazil's Bolsonaro says he will not take coronavirus vaccine https://t.co/SsOVCNT5QY pic.twitter.com/tPa8VOLUNa
— Reuters (@Reuters) November 27, 2020
ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট নিজে করোনায় আক্রান্ত হন গত জুলাই মাসে। তারপরেও সংক্রমণ নিয়ে কোনওরকম সাবধানতা অবলম্বন করেননি। বরং তাঁকে বলতে শোনা যাচ্ছে, করোনার ভ্যাকসিন সুলভ হয়ে যাওয়ার পরেও ব্রাজিলিয়ানদের তা নিতে হবে না। বরং অক্টোবরে এনিয়ে রীতিমতো কৌতুক করেছেন জাইর বলসোনারো। এক টুইটে তিনি বলেন, করোনার ভ্যাকসিন একমাত্র তাঁর কুকুরকে দেওয়ানোর বন্দোবস্ত করতে পারেন।