Brazil Plane Crash (Photo Credits: X)

ব্রাজিলে (Brazil) ভয়াবহ দুর্ঘটনা। আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান (Brazil Plane Crash)। শুক্রবার দুপুরে ব্রাজিলের সাও পাওলোয় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানে থাকা ৬২ জন যাত্রীরই। কাউকেই প্রাণে বাঁচানো যায়নি। ভয়েপাস সংস্থার (Voepass) বিমানটির মাঝ আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ার মুহুর্ত ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যম জুড়ে।

জানা যাচ্ছে, ৫৭ জন যাত্রী নিয়ে শুক্রবার দক্ষিণ ব্রাজিলের পারানার ক্যাসকাভেল শহর থেকে সাও পাওলোর গুয়ারুলহোস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভয়েপাস সংস্থার ATR 71-500 বিমানটি। ভিনদোহ শহরের একটি হাইওয়ের কাছে আচমকা ভেঙে পড়ে বিমানটি (Brazil Plane Crash)। ভেঙে পড়ার আগে আকাশ থেকে গোল গোল করে পাক খেয়ে বিমানটিকে মাটির দিয়ে ধেয়ে আসতে দেখেন বহু মানুষই। বড়সড় কোন দুর্ঘটনা যে ঘটতে চলেছে তাও আশঙ্কা করেছিলেন অনেকেই। দুর্ঘটনার মুহূর্ত ক্যামেরাবন্দি করেন বহু স্থানীয়। বিমানটি ভেঙে পড়তেই তাতে আগুন লেগে যায়। চারিদিক ধোঁয়া ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার ভয়াবহতা দেখে যাত্রী কিংবা বিমানকর্মীদের বাঁচার কোন আশাই দেখা যাচ্ছিল না।

বিমান দুর্ঘটনার (Brazil Plane Crash) খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকল, স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। বিমানের মধ্যে থাকা ৫৭ জন যাত্রী এবং চালক সহ ৫ জন বিমানকর্মীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে, প্রায় ৭০ হাজার ফুট থেকে মাটিতে আছড়ে পড়ে যাত্রীবাহী বিমানটি। মিনিট দুয়েকের মধ্যেই সব শেষ। যান্ত্রিক ত্রুটির জেরে চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

দেখুন... 

বসতি এলাকা থেকে কিছুটা দূরেই বিমান ভেঙে পড়ায় (Brazil Plane Crash) কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে স্থানীয়দের কারুর হতাহতের খবর মেলেনি। দুর্ঘটনার খবরটি সরকারিভাবে প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনফাসিও লুলা দা সিলভা। নিহতদের জন্য তিন দিনের শোক ঘোষণা করেছেন তিনি।