IPL Auction 2025 Live

Brazil :সাইক্লোন এবং বন্যার জেরে বিপর্যস্ত ব্রাজিল, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০

বন্যার জল বাড়ার সঙ্গে সঙ্গে আরও মৃত্যুর আশাঙ্কা করা হচ্ছে

প্রতীকী ছবি (Photo Credit: Twitter)

সাইক্লোনে বিপর্যস্ত দক্ষিণ ব্রাজিল। বন্যার কারণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০। বন্যার জল বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যাও। সেখানকার গর্ভনরের মতে সাইক্লোনের জেরে বিপর্যস্ত হয়েছে ৬০ টির বেশি শহর।

মঙ্গলবার ব্রাজিলের বুকে আছড়ে পড়ে সাইক্লোন। আবহাওয়া পরিবর্তনের কারণে প্রায়শই এই ধরনের সাইক্লোন ঘটে থাকে ব্রাজিলের বিভিন্ন এলাকা জুড়ে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন , "রিও গ্রান্ডে দো সুলের মানুষদের সঙ্গে দৃঢবাবে পাশে রয়েছি।যারা এই মূহূর্তে প্রচুর বৃষ্টির সম্মুখীন হচ্ছেন।যে কারণে ইতিমধ্যেই চারজন মানুষের মৃত্যু হয়েছে।"

গভর্নরের মতে সোমবার দেশের ইতিহাসে এই বৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ব্রাজিলের বেশ কিছু এলাকা।তিনি জানান ১৫ টি এই ধরনের ঘটনা শুধু মুকামেই হয়েছে।

"অতিরিক্ত বৃষ্টির কারণে হওয়া সমস্যার সমাধানে ঘটনাস্থলে যাচ্ছে সিভিল ডিফেন্সের প্রধান। গওচার মানুষজনকে বাঁচাতে আমরা সমস্ত কিছু করব  "