Kosovo Parliament: ইউরোপের যুদ্ধ বিধ্বস্ত দেশ কসোভোর পার্লামেন্টে বড় হাঙ্গামার ঘটনা। সংসদ অধিবেশনে দেশের প্রধানমন্ত্রী আলবিন কুর্তি বক্তব্য রাখার সময় তাঁকে বিরোধী দলের এক সাংসদ (MP)জল ছুড়ে আক্রমণ করেন। সার্বিয়ার সঙ্গে কসোভোর সম্পর্ক নিয়ে দেশের প্রধানমন্ত্রীর মন্তব্য ক্ষুব্ধ হয়ে তিনি এই কাজ করেন। নিজের আসন ছেড়ে উঠে এসে একেবারে সামনে এসে প্রধানমন্ত্রীর দিকে জল ছিটিয়ে দেন বিরোধী দলের দাপুটে ওই সাংসদ।
তাঁর আচরণ দেখে সন্দেহ হওয়ায় প্রধানমন্ত্রীর দলের এক সমর্থক ফাইল দিয়ে আড়াল করে বিরোধী সাংসদকে বাধা দেওয়ার চেষ্টা করেন।
তবে বিরোধী সাংসদের কাজে পুরোপুরি জলে ভিজে যান প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর ওপর হামলা করা বিরোধী দলের সেই সাংসদের দিকে তেড়ে যান শাসক দলের এমপি-রা। পাল্টা দিতে শুরু করেন বিরোধীরা। এরপর একে একে সব সাংসদরা এক জায়গায় এসে তুমুল মারামারি শুরু করেন। হাঙ্গামায় বেশ কয়েক সাংসদ চোট পান।
দেখুন ভিডিয়ো
Brawl breaks out in the Kosovo Parliament after an Opposition MP threw water at the Prime Minister.pic.twitter.com/OP2DG0F9YX
— The Spectator Index (@spectatorindex) July 13, 2023
প্রধানমন্ত্রীকে শারীরিক আক্রমণ করার চেষ্টা করায় সেই সাংসদকে পার্লামেন্ট থেকে বের করা হয়েছে। তাঁকে গ্রেফতার করা হতে পারে।