বন্ধুদের সঙ্গে ফার্ম হাউসে ঘুরতে গিয়ে বিপত্তি। সুইমিং পুলে সাঁতার কেটে প্রাথমিক অ্যামেবিক মেনিনগোয়েনসেফালাইটিসে (Primary Amoebic Meningoencephalitis) আক্রান্ত হল বছর ২২-এর ঔরঙ্গজেব নামে ওই যুবক। আক্রান্ত হওয়ার পর মাত্র ৫ দিনে মাথায় মৃত্যু হল তাঁর। যুবকের মৃত্যু পর তাঁর বাকি বন্ধুরাও আতঙ্কে রয়েছেন। যদিও তাঁদের মধ্যে কারোর মধ্যেই এই ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। চলতি বছরে এই নিয়ে পাকিস্তানে মোট তিনজন অ্যামিবায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বাকি দুটি ঘটনা হয়েছে কোরাঙ্গি ও মালিরে। আর তাতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জলাশয়, পুকুর, সুইমিং পুল সংস্কারের কাজ চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে।

জানা যাচ্ছে, গত ৭ জুলাই কায়েদাবাদের একটি ফার্ম হাউসে বন্ধুদের নিয়ে ঘুরতে যায় ঔরঙ্গজেব। সেদিন তাঁরা সুইমিং পুলে নেমে সাঁতার কাটে, খাওয়াদাওয়া করে। তবে সমস্যা শুরু হয় পরেরদিন সকাল থেকে। সে তাঁর বন্ধুদের জানায় তাঁর প্রচণ্ড জ্বর এসেছে এবং মাঝেমধ্যেই বমি হচ্ছে। এরপর বাড়ি ফিরে আসলে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। গত ১০ জুলাই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ১১ জুলাই রিপোর্ট আসে যে সে অ্যামিবায় আক্রান্ত।

ক্যাটেল কলোনীর বাসিন্দা ঔরঙ্গজেবকে জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়ছিল। ১১ জুলাই রিপোর্ট আসার পরেও অবস্থার কোনও উন্নতি হয়নি। বরং তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর ১২ জুলাই তাঁর মৃত্যু হয়। গত বছরে এই একই সময়ে কেরলে অ্যামিবায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক যুবকের। তিনি একটি জলাশয়ে স্নান করতে গিয়ে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।