পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের পুলিশ লাইনসের একটি মসজিদে ঘটল আত্মঘাতী হামলা ঘটনা। এতে অন্তত ৫০ জন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে জিও নিউজ।সোমবার দুপুরে সংবাদমাধ্যমটি পুলিশের সূত্রে জানায়, এক হামলাকারী মসজিদে প্রবেশ করে নিজের দেহে থাকা বোমটি দিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে সে নিজেও নিহত হয়।স্থানীয় সূত্রে জানা গেছে বিস্ফোরণের সময় মসজিদটিতে জোহরের নামাজের জামায়াত চলছিল। এর মধ্যেই বিস্ফোরণটি ঘটে।
Blast reported in Peshawar's police lines area. More details to follow: Pakistan's Geo English
— ANI (@ANI) January 30, 2023
ঘটনার পর পুলিশবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পুলিশ ও উদ্ধারকারীদের দল আহতদের উদ্ধার করার চেষ্টা করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় লেডি রিডিং হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।এছাড়া ওই এলাকার সব হাসপাতালের ইমার্জেন্সি সার্ভিস খোলা রাখা হয়েছে।মসজিদটি এমন গুরুত্বপূর্ণ একটি এলাকায় অবস্থিত, যেখানে গভর্নর হাউসসহ রয়েছে একাধিক সরকারি দফতরের অফিস।
#Pakistan Blast inside the Mosque in Police Lines Peshawar, 20 injured pic.twitter.com/jNvCAb9FoY
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) January 30, 2023
এই হামলায় আসলে কতজন মানুষ হতাহত হয়েছেন সে সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য দেয়নি পাকিস্তানের গণমাধ্যমগুলো। তবে পুলিশ সূত্রে জানা গেছে এখনো অবধি আত্মঘাতী বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এবং পেশোয়ারের পুলিশ লাইন মসজিদ বিস্ফোরণে ২৫ পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৯০ জন আহত হয়েছেন।
Update : A powerful suicide blast inside a mosque in Peshawar’s Police Lines area martyred three policemen while more than 90 others were injured, security and health officials#Pakistan pic.twitter.com/23mVKUxNCh
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) January 30, 2023