বোয়িং বিপর্যয়ের কাহিনি এখন সবার জানা। 'বোয়িং ছাড়া বিমান হয় না' এই কথা শুনে সবাই বিশ্বাস রেখেছিল। কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক বিমান বড় বিমান দুর্ঘটনার পর সেই প্রবাদটাই এখন বদলে হয়েছে, 'ইফ ইজ ইট বোয়িং, 'আই অ্যাম নট গোয়িং' (এটা বোয়িংয়ের বিমান হলে আমি যাচ্ছি না)। যান্ত্রিক ত্রুটি পূর্ণ বিমান তৈরি করে বোয়িং এখন কাঠগড়ায়। সঙ্গে আবার বেতন বৃদ্ধির দাবিতে কর্মী ধর্মঘটেও নাজেহালে অবস্থা।
ঘরে-বাইরে চাপে বোয়িং
ঘরে-বাইরে ব্যাপক চাপের মাঝে এমন কঠিন সময়ে হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিবিরে যোগ দিতে উদ্যোগ নিল এই মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা Boeing। আগামী ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের মহা-অনুষ্ঠানের জন্য এক মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিল বোয়িং।
ট্রাম্পের আনুষ্ঠানিক শপথে অনুদান বোয়িংয়ের
🚨🇺🇸 BOEING JOINS BIG TECH IN BACKING TRUMP 2.0 WITH $1M INAUGURAL CHECK
Boeing matches its past inaugural donations as corporate America lines up behind Trump's return.
Microsoft, Meta, Ford and GM also opening their wallets for the January 20 festivities.
Looks like Silicon… pic.twitter.com/L5lfriE2nx
— Mario Nawfal (@MarioNawfal) January 10, 2025
অ্যামাজন, মেটার মত সংস্থারাও ট্রাম্পের শপথের জন্য অনুদান দিয়েছে। কিন্তু নির্বাচনী প্রচারে একমাত্র টেসলা-এক্স-স্পেস এক্স প্রধান ইলন মাস্ক ছাড়া আর কোনও বড়মাপের ধনকুবের শিল্পপতি ট্রাম্পের পাশে দাঁড়াননি।