ঢাকা: আগামীকাল অর্থাৎ সাত জানুয়ারি সাধারণ নির্বাচন বাংলাদেশে (Bangladesh general elections)। তার ঠিক আগের দিনেই ভুয়ো নির্বাচনের (fraudulent election) অভিযোগ জানিয়ে ঢাকার (Dhaka) পল্টন (Paltan) এলাকায় বিক্ষোভ মিছিল (protest rally) করল বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party) বা বিএনপি। গণ সংহতি আন্দোলনের (Gana Sanghati Andolan) নামে ওই প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে তাদের তরফে। আরও পড়ুন: Japan : জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১০০, নিখোঁজ ২১১
দেখুন ভিডিয়ো:
#WATCH | Dhaka | Bangladesh Nationalist Party (BNP) takes out a protest rally in Paltan area ahead of the general elections in the country scheduled for January 7.
The protesters say that they are protesting against a "fraudulent and farce election" pic.twitter.com/CsMSBccigE
— ANI (@ANI) January 6, 2024
এপ্রসঙ্গে গণ সংহতি আন্দোলনের প্রধান আহ্বায়ক (Chief Coordinator) জুনায়েদ সাকি (Junaid Saki) বলেন, "আমরা ভুয়া নির্বাচনের প্রতিবাদ (protest) করছি। এটা একেবারেই নির্বাচনের নামে প্রহসন। ওরা আমাদের ভোটাধিকার (voting rights) কেড়ে নিচ্ছে। এটা মোটেও নির্বাচন নয়। আমরা ভোটের অধিকার চাই, গণতন্ত্র চাই। বাংলাদেশের মানুষ গণতন্ত্র (democracy) ও ভোটাধিকারের জন্য লড়ছে, তারা জিতবেই।" আরও পড়ুন: Dhaka : বাংলাদেশের ঢাকায় ট্রেনের আগুনে মৃত ৪, তদন্তে সিআইডি
দেখুন ভিডিয়ো:
#WATCH | "We are protesting against a fraudulent election. It is absolutely a farce election. They are snatching our voting rights. It is not an election at all. We want voting rights, we want democracy. People of Bangladesh are fighting for democracy and voting rights, they will… https://t.co/MbKm2ypeJB pic.twitter.com/gQJtlCRFWU
— ANI (@ANI) January 6, 2024