
Blue Origin flies 6 to Space's Edge: মহাকাশ পর্যটনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে অ্য়ামাজনের (Amazon) ধনকুবের মালিক জেফ বেজোস। শনিবার বেজোসের স্পেস কোম্পানি ব্লু অরিজিনের (Blue Origin)-এর মহাকাশ যানে চেপে ঘুরে এলেন ৬ জন সাধারণ মহাকাশ পর্যটক (Space Tourist)। নতুন শেফার্ড বুস্টারের ক্রু ক্যাপসুলে চেপে ১০৪ কিলোমিটার (৬৪.৪ মাইল বা ৩ লক্ষ ৪০ হাজার ২৯০ ফুট) উঁচুতে মহাকাশ পর্যটন ছেড়ে এলেন ৬ জন। যাদের মধ্যে একজন শিক্ষক, একজন ডাক্তার, একজন রিয়েল এসটেটের মালিক, একজন তথ্যপ্রযুক্তি কর্মী ও একজন সাইকেলিস্ট রয়েছেন। মহাকাশে এটি ব্লু অরিজিনের ১২তম মানুষ নিয়ে যাওয়া সফর। Blue Origin-এর চলতি বছর এটি চতুর্থ মিশন।
দেখুন যারা মহাকাশ থেকে একটু ঘুরে এলেন
We just completed our 12th human spaceflight and the 32nd flight of the New Shepard program. The astronaut crew included K-12 STEM teacher Aymette Medina Jorge, radiologist turned explorer Dr. Gretchen Green, former Panamanian ambassador to the United States Jaime Alemán,… pic.twitter.com/QbDeTC6owv
— Blue Origin (@blueorigin) May 31, 2025
পুনর্ব্যবহারযোগ্য রকেটে চেপে মহাকাশ থেকে ঘুরে এলেন পর্যটকরা। এখনও পর্যন্ত জেফ বেজোসের স্পেস কোম্পানি ৬৪ জনকে মহাকাশে নিয়ে গিয়েছে। পশ্চিম টেক্সাসের মরভূমি অঞ্চল থেকে ছাড়ার ১০ মিনিট পরেই মহাকাশযানটি মাটিতে নামে।
যেভাবে ছেড়েছিল রকেটটি
🔁 NS-32 Replay: Liftoff! 🚀 pic.twitter.com/vMd3lfGVgs
— Blue Origin (@blueorigin) May 31, 2025
যেভাবে মহাকাশ থেকে ঘুরে পৃথিবীর মাটিতে ফিরলেন পর্যটকরা
Welcome back to West Texas, NS-32 crew! pic.twitter.com/Oa3qKWmNSW
— Blue Origin (@blueorigin) May 31, 2025
রকেটের টাচডাউনের ভিডিয়ো
🔁 NS-32 Replay: Booster Touchdown! pic.twitter.com/o0RjbA3yCg
— Blue Origin (@blueorigin) May 31, 2025
Blue Origin-এর এদিন ১০ মিনিটের ছোট্ট মহাকাশ পর্যটন সফরে আপ্লুত যাত্রীরা। প্রসঙ্গত, মাটি থেকে ১০০ কিলোমিটারের দূরত্বের উঁচু জায়গাকেই মহাকাশ বলা হয়। সেখানে বেজেসোর ব্লু অরিজিন এদিন পাড়ি দেয় ১০৪ কিলোমিটার।
প্রসঙ্গত, আন্তর্জাতিক মহারাশ গবেষণা কেন্দ্র ৪০০-৪১৮ কিলোমিটার দূরেত্বের মধ্য়ে প্রদক্ষিণ করছে। এই চিরকালীন স্মৃতির মহাকাশ সফরেরর জন্য পর্যটকদের কত খরচ হল তা নিয়ে ব্লু অরিজিন কিছু জানাচ্ছে না। তবে সূত্রের খবর মহাকাশযানে প্রতি আসন পিছু ৫ লক্ষ মার্কিন ডলার খরচ হচ্ছে।