কাবুলে বিস্ফোরণ। (Photo Credits: IANS)

কাবুল, ১৮ অগাস্ট:  Blast at Shahr-e-Dubai Wedding Hall in Kabul। আফগানিস্তানের রাজধানী কাবুলে ফের বড় বিস্ফোরণ। এবার একেবারে বিয়ের আসরে পার্টির মাঝে ঢুকে পড়ে আত্মঘাতী বিস্ফোরণ। শাহর-ই-দুবাই নামে কাবুলের এক অভিজাত বিয়েবাড়ির হলে ঢুকে বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। ওই বিয়ের পার্টিতে তখন হাজির ছিলেন শতাধিক নিমন্ত্রিত। বিয়ের পার্টিতে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়।

বিয়েবাড়ির সানাইয়ের সুর পরিণত হয় মৃত্যুর আর্তনাদে। ঘটনাস্থলেই প্রাণ হারান ৪০ জন। বর-বউও আত্মঘাতী এই বোমা হামলায় মারা গিয়েছেন বলে আশঙ্কা। ভয়াবহ বিস্ফোরণের পর শতাধিক মানুষকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন-'বকুলকথা' দিয়ে অভিনেতা সৌরভ গাঙ্গুলির অভিষেক, এবার দাদাকে সিনেমায় দেখা যাবে কি!

আফগানিস্তানের আভ্যন্তরিন মন্ত্রক থেকে জানানো হয়েছে, পশ্চিম কাবুলের দারুল আমানের পুলিশ ডিস্ট্রিক ৬ এলাকার শাহর-ই-দুবাই নামের এক ওয়েডিং হলে গতকাল, শনিবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে, অসমর্থিত সূত্রের খবর,  এই বিস্ফোরণে মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে।

প্রত্য়ক্ষদর্শীরা জানান, বিয়ের পার্টি যখন জমে উঠেছে। নিমন্ত্রিতরা প্রায় সবই এসে গিয়েছেন,তখনই আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। আত্মঘাতী জঙ্গিরা হাজারা বিয়েকেই টার্গেট করে। আফগানিস্তানের সাংবাদিক বিলাল সাওয়ারি জানান, '' আত্মঘাতী হামলার ঘটনা এটি। কোনও এক ব্যক্তি লুকিয়ে বোমা নিয়ে হলে ঢুকে পড়েছিল। তারপর সময় বুঝে বিস্ফোরণ ঘটায়।''