Bill Gates (Photo Credit: Getty Images)

নিউ ইয়র্ক, ১১মে: করোনা ভাইরাস নিয়ে তাঁর একের পর ভবিষ্যতবানী, সচেতনতামূলক কথা গোটা দুনিয়ার প্রশংসা কুড়িয়েছিল। করোনার মত মহামারী যে আসতে চলেছে তা নিয়ে আগেই বলেছিলেন। তাঁকেও এবার ধরে ফেলল কোভিড। দুনিয়ার অন্যতম ধনী ব্যক্তি তথা মাইক্রোসফট-এর প্রতিষ্ঠাতা বিল গেটস করোনায় আক্রান্ত হলেন। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। ডাক্তারদের পর্যবেক্ষণে তিনি আইসোলেশনে আছেন। ৬৬ বছর বয়সের বিল গেটস নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান।

বিল গেটসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক দিন ধরেই বিল গেটসের শরীরটা ভাল ছিল না। জ্বর আসার পর তাঁর কোভিড পরীক্ষা হয়। সেখানেই তাঁর কোভিড রিপোর্ট পজেটিভ আসে বলে খবর। গত বছর জানুয়ারিতে করোনা টিকা নিয়েছিলেন বিল গেটস। ক দিন আগে ভারতের করোনা টিকা নীতির দারুণ প্রশংসা করেছিলেন বিল। আমেরিকার চেয়ে ভারত অনেক ভালভাবে দেশবাসীকে করোনা টিকা দিতে পেরেছে বলে জানিয়েছিলেন বিল গেটস। আরও পড়ুন: শ্রীলঙ্কার রাজধানী কলম্বো জুড়ে কড়া নিরাপত্তার ঘেরাটোপ  

বিল গেটস বেশ কয়েকবছর আগেই এক সাক্ষাতকারে বলেছিলেন, দুনিয়ায় এমন কোনও ভাইরাসজনিত রোগ আসতে পারে, যা এত সংক্রামক হবে এর ফলে দুনিয়ায় মহামারী বা অতিমারীর মুখোমুখি হতে পারে।