![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/10/Benjamin-netanyahu-380x214.jpg)
হামাসের সঙ্গে যুদ্ধ বন্ধ করার অর্থ হল আত্মসমর্পন করা। সোমবার যুদ্ধবিরতি সম্পর্কে পরিষ্কার ভাষায় এমটাই জানালেন ইজরাইলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। এই বিষয়ে তিনি তুলনা টানেন আমেরিকার পার্ল হার্বার বন্দরে হামলার ঘটনাটি।
একটি প্রেস বিবৃতি তিনি জানান, আমি ইজরায়েলের অবস্থান স্পষ্ট করে দিতে চায় যুদ্ধবিরতিকে কেন্দ্র করে। তিনি জানান পার্ল হার্বারে হামলার পর আমেরিকার যুদ্ধবিরতির কথা ভাবা আর ইজরায়েলের যুদ্ধবিরতির কথা ভাবা একই বিষয়। ইজরায়েল ৭ অক্টোবরের ঘটনার পর যুদ্ধবিরতিতে আগ্রহী নয় বলে জানিয়েছেন তিনি।
এছাড়া তিনি জানান যে এটি এমন একটি সময় যেখানে সবাইকে চিন্তা করতে হবে তারা সুন্দর ভবিষ্যতের জন্য লড়তে চায় নাকি হামাসের কাছে আত্মসমর্পন করতে চায়।
সাধারণ নাগরিকদের প্রশ্নে তিনি জানান যে ইজরায়েল সাধারণ মানুষদের হামাস থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে প্রস্তুত কিন্তু হামাসের পক্ষ থেকে তাদের রক্ষাকবচ হিসেবে রেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং প্রায় ২০০ নাগরিককে হামাস এই মূহূর্তে পণবনব্দী করে রেখেছে বলে দাবি করেন তিনি।
"Calls for ceasefire are calls for Israel to surrender to Hamas...this will not happen": Benjamin Netanyahu
Read @ANI Story | https://t.co/qLI7xGjqju#IsraelPalestineConflict #BenjaminNetanyahu #ceasefire pic.twitter.com/WXDmMwbtNn
— ANI Digital (@ani_digital) October 30, 2023