রাশিয়া, ২০ জানুয়ারি: যিশু খ্রিষ্টের ব্যাপটিজমের দিনটিকে স্মরণ করে বরফ শীতলে জলে ডুব দেয় রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বীরা। নিয়ম মেনে ১৯ জানুয়ারি মঙ্গলবার রাজধানী মস্কোর অদূরে ক্রুশ চিহ্নের আকারে নির্মিত একটি পুলে ডুব দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। এই বরফ জলে স্নানকে বলা হয় এপিফ্যানি। মূলত, এই দিনেই জর্ডন নদীতে ডুব দিয়ে ব্যাপটিস্ট হয়েছিলেন যিশু খ্রিষ্ট। ধর্মপ্রাণ পুতিন প্রতিবছরের মতো এবারেও পুলের জলে পরপর তিনবার ডুব দিলেন। তাপমাত্রা তখন মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস। পুলে নামার আগে গায়ে জড়ানো ভেড়ার লোমের গরম কোটটি খুলে পেলেন ভ্লাদিমির পুতিন। তারপরই ক্রুশ চিহ্নের পুলে নেমে ডুব দেওয়া শুরু করেন। তাঁর সামনে পুলে ধারেই ছিল বরফে ঢাকা ক্রুশের কাঠামো। আরও পড়ুন-US Presidential Inauguration Day 2021 India Time: বুধবার মার্কিন মুলুকে শপথ নেবেন জো বিডেন ও কমলা হ্যারিস, ভারতীয় সময় রাত সাড়ে আটটাতেই অনলাইনে দেখুন শপথ গ্রহণ অনুষ্ঠান
In pics: Russian President Vladimir Putin took a dip in icy waters on Tuesday as believers across the country marked the Orthodox Christian celebration of Epiphany in the same manner. pic.twitter.com/AimpjGj1Fc
— CGTN (@CGTNOfficial) January 20, 2021
রাশিয়ান অর্থোডক্স সেরিমনিতে প্রতিবারই যোগ দেন প্রেসিডেন্ট পুতিন। যা রাশিয়ান ক্রিশ্চিয়ান সমাজে একটা ইতিবাচক বার্তা দেয়। ১৯ জানুয়ারি দিনটি যিশুর ব্যাপটিজমের স্মরণে ধুমধাম করে পালন করে রাশিয়ার অর্থোডক্স ক্রিশ্চিয়ানরা।