লন্ডনে বিমান বিপর্যয় (ছবিঃX)

নয়দিল্লিঃ আমেদাবাদের পর ফের বিমান বিপর্যয়। রানওয়ে থেকে ওড়ার পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিমান। ভারতীয় সময় অনুযায়ী, রবিবার ঘটনাটি ঘটেছে লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। জানা গিয়েছে, এদিন র বিকেল ৪টে নাগাদ এসেক্সের লন্ডন সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা দিয়েছিল বীচ বি২০০ সুপার কিং বিমানটি। রানওয়ে থেকে ওড়ার ঠিক পরমুহূর্তেই ভেঙে পড়ে বিমানটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় দাউ দাউ করে জ্বলতে শুরু করে বিমানটি ঘন কালো ধোঁয়ায় ঢাকে চারিদিক ইতিমধ্যেই এই মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে রীতিমতো আঁতকে উঠছেন নেটিজেনরা

ফের বিমান দুর্ঘটনা, ভেঙে পড়ল জাত্রীবোঝাই বিমান

কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত অজানা বিমানে উপস্থিত যাত্রীদের কী অবস্থা তাও জানা যায়নি এসেক্স পুলিশ সূত্রে খবর, দ্রুততার সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগানো হয় স্থানীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানবন্দরের অদূরে অবস্থিত রচফোর্ড হান্ড্রেড গল্ফ ক্লাব এবং ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব ফাঁকা করে দেওয়া হয়েছে জনসাধারণকে যতটা সম্ভব ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মাস ঘুরেছে মাত্র। আমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ২৪১ জন যাত্রীর। এই ঘটনার মাস ঘুরতে না ঘুরেই ফের বিমান দুর্ঘটনার সাক্ষী গোটা বিশ্ব।

আমেদাবাদের পর ফের বিমান বিপর্যয়, ওড়ার পরমুহূর্তেই ভেঙে পড়ল ফ্লাইট