Cyber Crime (Representational Image)

সাইবার বুলিং (Cyber Bulling) সম্পর্কে তরুণদের শিক্ষিত করে তোলার প্রচেষ্টায় বাংলাদেশের আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার পেল এক কিশোর। ১৭ বছর বয়সী সাদাত রহমান (Sadat Rahman) একটি মোবাইল অ্যাপ তৈরি করে, যার মাধ্যমে সাইবার বুলিং সম্পর্কে তরুণদের শেখানো হয়। সাইবার বুলিং-এর শিকার হয়ে বাংলাদেশে ১৫ বছরের এক কিশোরীর আত্মহত্যর ঘটনা জানতে পেরেই এই অ্যাপ বানায় সে।

নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই সাদাত রহমানকে তরুণদের জন্য 'অনুপ্রেরণা' বলে সম্বোধন করেন। প্রায় ১,৮০০ জন কিশোর এখনও এই অ্যাপটি ব্যবহার করছে বলে জানা যায়। কিশোর বয়সীরা এই অ্যাপের মাধ্যমে তাদের সঙ্গে ঘটা বা তাদের পরিচিতের মধ্যে ঘটে বুলিং বা অনলাইন হয়রানির অভিযোগও জানাতে পারেন। আরও পড়ুন, দীপাবলিতে আলোর উৎসবকে স্বাগত জানিয়ে শুভেচ্ছাবার্তা বলিউড তারকাদের

আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার হল বার্ষিক পুরষ্কার যা শিশুদের অধিকারের কথা প্রচার করে এবং তরুণদের কাজকে স্বীকৃতি দেয়। এই পুরস্কারের পূর্ববর্তী বিজয়ীদের মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন।