Bangladesh Unrest. (Photo Credits: X)

ঢাকা, ৫ অগাস্ট:  Bangladesh Unrest: বাংলাদেশে বিক্ষোভ, অরাজকতা তুঙ্গে উঠেছে। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বিমানে C-130 চড়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অরজাকতার খবর আসছে। শেরপুর জেলা কারাগারে আগুন লাগিয়ে সেখানকার ৫৮১ জন বন্দিই পালিয়ে গিয়েছেন। এমন খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যমে। কিন্তু দেশ স্বাভাবিক রাখার চেষ্টায় বদ্ধপরিকর প্রশাসন। আগামিকাল, মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। আজ, সোমবার মধ্যরাত ১২টা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কার্ফিউ জারি থাকছে।

ঢাকায় বঙ্গভবনে এদিন বাংলাদেশের তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, দেশের জাতীয় সংসদ ভেঙে দিয়ে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আর বর্তমানে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি স্বাভাবিক করতে সেনাবাহিনী পদক্ষেপ নেবে। আরও পড়ুন-

গণভবনের পর সংসদ ভবনের দখল নিল আন্দোলনকারীরা, গণবিক্ষোভের জেরে বাংলাদেশে তুমুল অরাজকতা

দেখুন খবরটি

ইস্তফা গিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর গণভবনে ঢুকে পড়েন সাধারণ মানুষ। সেই গণভবন থেকে নানা দামি জিনিস নিয়ে যেতে দেখা গেছে মানুষদের। এদিকে সংসদ ভবনে জনতার স্রোত লক্ষ্য করা গেছে। সংসদ ভবনের ভিতর থেকেও মানুষকে জিনিসপত্র নিয়ে যেতে দেখা গিয়েছেছে।