Muhammad Yunus.jpg (Photo Credit: Instagram)

ঢাকা, ৭ অগাস্ট: বৃহস্পতিবার অর্থাৎ ৮ অগাস্ট বাংলাদেশে (Bangladesh) দায়িত্বপ্রাপ্ত সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন মহম্মদ ইউনুস (Muhammad Yunus )। বুধবার বাংলাদেশের সেনা বাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান এই তথ্য দেন। ওয়াকার-উজ-জামান বলেন, বৃহস্পতিবার দায়িত্বপ্রাপ্ত সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন নোবেলজয়ী।

রিপোর্টে প্রকাশ, মহম্মদ ইউনুসের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত নতুন সরকারের আরও ১৫ জন সদস্য শপথ নেবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে দেশকে চালিত করতেই ৮৪-র মহম্মদ ইউনুসকে দায়িত্বপ্রাপ্ত সরকারের প্রধান মুখ হিসেবে বেছে নেন ছাত্ররা।

আরও পড়ুন: Bangladesh Unrest: 'বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করুন', মোদীকে বললেন উদ্ধব ঠাকরে

বর্তমানে বাংলাদেশে যে অস্থির অবস্থা চলছে, তার বদল করতে বদ্ধপরিকর মহম্মদ ইউনুস। সেই আশা থেকেই এবার ভারতের পড়শি দেশে দায়িত্বপ্রাপ্ত সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী দায়িত্ব নিচ্ছেন বলে খবর।

গত সোমবার বাংলাদেশে প্রধামন্ত্রী পদে ইস্তফা দেন শেখ হাসিনা (Sheikh Hasina)। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা ভারতের (India) আশ্রয়ে হাজির হন। আপাতত নিরাপদ জায়গায় আশ্রয় দেওয়া হয়েছে বংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ভারত থেকে তিনি কোন দেশে যাবেন, তা এখনও স্থির হয়নি বলেই জানা যাচ্ছে।