Banglaesh.jpg (Photo Credit: Twitter)

ঢাকা, ৮ অগাস্ট: বংলাদেশে (Bangladesh) যে ভারতীয় ভিসা সেন্টার রয়েছে (Indian Visa Centres) , তা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি, সেই কারণেই ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয় বলে খবর। এই অস্থির পরিস্থিতিতে কতদিন বাংলাদেশে থাকা ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাকবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

প্রসঙ্গত শেখ হাসিনা (Sheikh Hasina) বাংলাদেশে ছেড়ে যাওয়ার পর ভারতীয় দূতাবাসের বেশ কিছু কর্মীকে ফেরানোর সিদ্ধান্ত নেয় দিল্লি (Delhi)। ভারতীয় দূতাবাসের কর্মীদের সঙ্গে তাঁদের পরিবার পরিজনদেরও দেশে ফেরানোর কাজ শুরু করে বিদেশমন্ত্রক।

আরও পড়ুন: Bangladesh Unrest: 'জলের গান'-এর Rahul Ananda-এর ধানমন্ডির বাড়ি পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা, নষ্ট করে দিল শিল্পীর প্রিয় সব বাদ্যযন্ত্র

এদিকে বৃহস্পতিবার বাংলাদেশে শপথ নেবেন সে দেশের দায়িত্বপ্রাপ্ত সরকারের প্রধান মহম্মদ ইউনুস। নোবেলজয়ী ইউনুসের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সরকারের ১৪ থেকে ১৫ জনও শপথ নেবেন বলে জানা যাচ্ছে। সোমবার শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালানোর পর সে দেশের সেনাবাহিনী দায়িত্ব গ্রহণ করে। এরপর সেনা বাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান জানান, বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত সরকার হিসেবে আপাতত প্রধান হবেন মহম্মদ ইউনুস। সেই অনুযায়ী করা হয় সমস্ত ব্যবস্থা।