Rahul Ananda's House Vandalized By Mob In Bangladesh.jpg (Photo Credit: Facebook/Twitter)

ঢাকা, ৭ অগাস্ট: বাংলাদেশের জনপ্রিয় গায়ক রাহুল আনন্দের (Rahul Ananda) ঢাকার (Dhaka) ধানমন্ডির বাড়ি পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা। গত সোমবার যখন উত্তাল বাংলাদেশ, সেই সময় একদল বিক্ষোভকারী রাহুল আনন্দের ধানমন্ডির বাড়িতে ঢুকে পড়ে এবং সেখানে অগ্নিসংযোগ করে। জানা যায়, হামলার জেরে রাহুল আনন্দের হাতে তৈরি প্রায় ৩ হাজার বাদ্যযন্ত্র পুড়ে যায়। কোনও ক্রমে রাহুল আনন্দ এবং তাঁর স্ত্রী, সন্তান রক্ষা পান বিক্ষোভকারীদের হাত থেকে।

দেখুন সেই ছবি, ভিডিয়ো...

 

সোমবার রাতে বিক্ষোভকারীরা প্রথমে রাহুল আনন্দের ধানমন্ডির বাড়িতে ঢুকে পড়ে। সেখানে লুটপাটট চালিয়ে, তারপর আগুন ধরিয়ে দেয়। সেই সঙ্গে রাহুল আনন্দের হাতে তৈরি বাদ্যযন্ত্রগুলিকে ভেঙে চুরমার করে দেয় বিক্ষোভকারীরা।

প্রসঙ্গত গত বছর সেপ্টেম্বর রাহুল আনন্দের বাংলাদেশের (Bangladesh) ধানমন্ডির বাড়িতে হাজির হন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মারকন। ওই সময় ফরাসি রাষ্ট্রপতিকেে বাদ্যযন্ত্র-সমেত গান শোনাতেও দেখা যায় রাহুল আনন্দকে। এবার সেই রাহুল আনন্দের বাড়ি পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা।

ওই ঘটনার  পর রাহুল আনন্দ তাঁর নিজজের ব্যান্ড জলের গানে ফের একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, ধানমন্ডির বাড়িতে এটিই তাঁদের শেষ গান। যে বাদ্যযন্ত্রগুলি দেখা যাচ্ছে,সেগুলির একটাও আর অবশিষ্ট নেই বলে জানান শিল্পী।