Top Court Puts Brakes on Controversial Job Quota System (Photo Credit: X)

কলকাতা: বাংলাদেশে (Bangladesh) সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা (Quota System) বাতিলের দাবিতে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের ঢাকা শহর। একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় অবরোধ করেন। শাহবাগ সহ একাধিক জায়গায় চলে দফায় দফায় অবরোধ।  এই বিক্ষোভ শামিল পড়ুয়া ও চাকরিপ্রার্থীরা। এক সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।  বুধবার বাংলাদেশের সর্বোচ্চ আদালত সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত করেছে।

বাংলাদেশের জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ বলেন, ‘ছাত্ররা রাজপথে নামলে কখনও খালি হাতে ফিরে আসেনি। আমরা সারা জীবন রাজপথে আন্দোলন করেছি, আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করেছি, আন্দোলন করতে করতে বাংলাদেশটাই একসময় অর্জন করেছি। আন্দোলন কখনও বৃথা যায় না।’ আন্দোলনকারীরা জানিয়েছেন,  সরকার যতক্ষণ না স্থায়ী ভাবে কোটা ব্যবস্থা উচ্ছেদ করছে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।