
ঢাকা, ২০ মে: বাংলাদেশে (Bangladesh) অপারেশন শুরু করল স্টারলিঙ্ক (Starlink)। এলন মাস্কের (Elon Musk) কোম্পানির তরফে এশিয়ার (Asia) যেকটি দেশে কাজ শুরু করা হয়েছে, তার মধ্যে একটি বাংলাদেশ। মহম্মদ ইউনুস সরকারের প্রতিনিধির তরফে মঙ্গলবার এই খবর প্রকাশ করা হয়েছে।
ইউনুস (Muhammad Yunus) সরকারের প্রতিনিধি ফৈয়াজ় আতিয়েব আহমেদ নিজের ফেসবুক হ্যান্ডেলে জানান, স্টারলিঙ্কের তরফে তাঁকে ফোনে এই খবর জানানো হয়েছে। পরে স্টারলিঙ্কের এক্স হ্যান্ডেলের তরফে বাংলাদেশে তাদের অপারেশন শুরুর খবর প্রকাশ করা হয়েছে বলে জানান ইউনুস সরকারের প্রতিনিধি।
আরও পড়ুন: SpaceX Curbed Ukraine's Use of Starlink internet: স্টারলিঙ্ক ব্যবহারের অনুমতি মিলল না ইউক্রেনের
এই মুহূর্তে স্টারলিঙ্কের তরফে বাংলাদেশে দুটি প্যাকেজ শুরু করা হচ্ছে। ৬ হাজার এবং ৪,২০০ টাকার এই দুটি প্যাকেজ চলবে বাংলাদেশে। পাশাপাশি স্টারলিঙ্কের কানেকশনের জন্য একবারে ৪৭ হাজার টাকার সেটআপ তৈরি করতে হবে বলেও জানা যাচ্ছে। যে দুটি প্য়াকেজ বাংলাদেশে চালু করা হচ্ছে, সেই দুটিতে মানুষ আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যার গতি হবে প্রতি সেকেন্ডে ৩০০ মেগাবাইটস করে। এমনএও জানানো হয়েছে ইউনুস সরকারের প্রতিনিধির তরফে।
বাংলাদেশে স্টারলিঙ্ক শুরু করতে যে সমস্ত মানুষ নিরলস প্রচেষ্টা করছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানান মহম্মু ইউনুস সরকারের প্রতিনিধি।