দিল্লি, ৭ নভেম্বর: বাংলাদেশের (Bangladesh) সেনা বাহিনী সে দেশে বসবাসকারী হিন্দু (Hindu) সংখ্যালঘুদের নিশানা করছে। এবার এমনই দাবি করলেন তসলিমা নাসরিন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তসলিমা (Taslima Nasreen) একটি ভিডিয়ো শেয়ার করেন। যে ভিডিয়ো শেয়ার করেন লেখিকা বলেন, বাংলাদেশের সেনা বাহিনী হিন্দু সম্প্রদায়ের মানুষকে ক্রমাগত নিশানা করছে। চট্টগ্রামে সেনা বাহিনীর সঙ্গে সে দেশে বসবাসকারী হিন্দুদের তুমুল উত্তেজনা শুরু হয়। এরপরই বাংলাদেশের সেনা হিন্দুদের নিশানা করে তাঁদের দিকে তেড়ে যেতে শুরু করে।
রিপোর্টে প্রকাশ, জামাত-ই-ইসলামির সদস্য ওসমান আলি ইসকনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন। যার জেরে হিন্দু সম্প্রদায়ের মানুষ ওসমান আলির দোকানে ভিড় করেন, প্রতিবাদ জানান। বিষয়টি নিয়ে উত্তাপ ছড়াতে শুরু করলে, সেখানে নিরাপত্তারক্ষী বাহিনী হাজির হয় এবং হিন্দুদের নিশানা করে বলে রিপোর্টে প্রকাশ।
দেখুন তসলিমা নাসরিনের শেয়ার করা ভিডিয়ো..
Hazari Lane, Chittagong today. Hindus vs Military. pic.twitter.com/0qkoXEVJQP
— taslima nasreen (@taslimanasreen) November 5, 2024
এরপর হিন্দু আধিপত্য বিশিষ্ট হাজারি লেন এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে হিন্দুদের সংঘর্ষ শুরু হয়। সেখানেই বাংলাদেশের হিন্দুদের সঙ্গে সেনার কার্যত লড়াই শুরু হয়। তসলিমা নাসরিন নিজেও হাজারি লেনের ফুটেজ তুলে ধরেন।