ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কারণে গতবছর ৫ অগাস্ট বাংলাদেশ (Bangladesh) ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘটনার পর আমূল বদলেছে বাংলাদেশের রাজনীতি। হাসিনার দল আওয়ামী লিগকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের অভ্যন্তরীণ সরকারের প্রধান মহম্মদ ইউনূস। এমনকী প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার করতে মরিয়া চেষ্টা করছে ইউনূস সরকার। তবে চেষ্টা করলেও তাঁরা ব্যর্থ হচ্ছে প্রতিবার। সেই কারণে এবার হাসিনা সহ আওয়ামী লিগের ২৬১ জনকে পলাতক ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল বাংলাদেশ সিআইডি।
আওয়ামী লিগের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত শেখ হাসিনা
জানা যাচ্ছে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ইসলামের নির্দেশে বাংলাদেশের ইংরাজি ও বাংলা দুই প্রধান সংবাদপত্রে এই বিজ্ঞপ্তি জারি করল বাংলাদেশের তদন্তকারী সংস্থা। আসলে সম্প্রতি জুম কলে হাসিনার নেতৃত্বে ২৮৬ জন আওয়ামী লিগের নেতাকে নিয়ে দলের বার্ষিক অনুষ্ঠান জয় বাংলা ব্রিগেড অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে বাংলাদেশের অন্তবর্তী সরকারকে উৎখাত করার হুঁশিয়ারি দিয়েছেন হাসিনা। তারপরেই তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রুজু হয়।
গ্রেফতার হয়েছে কয়েকজন আওয়ামী লিগ নেতা
এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ২৫ জন আওয়ামী লিগের নেতাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। সেই কারণে শেখ হাসিনা সহ ২৬১ জনকে পলাতক ঘোষণা করেছেন বাংলাদেশ সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীমউদ্দিন খান।