
ঢাকা, ১৬ মে: চাকা খুলে পড়ল বিমানের (Plane)। কক্স বাজার (Cox's Bazar) থেকে ঢাকায় (Dhaka) আসার সময় বাংলাদেশি (Bangladesh) এয়ারলাইন্সের একটি বিমানের চাকা খুলে পড়ে যায়। এরপর কোনওক্রমে বিমানটিকে ঢাকা বিমানবন্দরে অবতরণ করানো হয়। চাকা খুলে পড়লেও বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলে খবর। যাত্রীদের হতাহতের কোনও খবর মেলেনি এখনও পর্যন্ত।
শুক্রবার দুপুর ১.২১ নাগাদ বাংলাদেশ এয়ারলাইন্সের (Bangladesh Airlines) একটি বিমান কক্স বাজার থেকে ঢাকার উদ্দেশে উড়ে যাচ্ছিল। সেই সময় হঠাৎ করেই বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানের একটি চাকা খুলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ঢাকা বিমানবন্দরে খবর যায়। ফলে বিমানবন্দর কর্তৃপক্ষ তৈরি হয়ে যায়। বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটিকে যাতে জরুরি ভিত্তিতে অবতরণ করানো যায় এবং সেখান থাকা ৭১ জন যাত্রীকে যাতে নিরাপদে নামিয়ে আনা যায়, সেই প্রচেষ্টা শুরু হয়। অবশেষে সংশ্লিষ্ট বিমান থেকে ৭১ জন যাত্রীকে নিরাপদে ঢাকায় নামানো হয় বিমানের নিরাপদ অবতরণের পর।
বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়, কক্স বাজার থেকে বিমানটি রওনা দেওয়ার পরপরই উড়ানের পিছন দিকের একটি চাকা খুলে পড়ে। সঙ্গে সঙ্গে ঢাকা বিমানবন্দরে পর্যাপ্ত পদক্ষেপ করা হয়। বিমানে যাতে কোনওভাবে আগুন না লাগে, তার জন্য দমকল বাহিনীকেও তৈরি রাখা হয়। তবে বিমানের ৭১ জন যাত্রীই নিরাপদে আছেন। তাঁদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।
কীভাবে এই ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে বলে খবর।