Nobel Laureate Muhammad Yunus (Photo Credit: X)

ঢাকা, ৫ সেপ্টেম্বর: বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের (Hindu) উপর হামলা হচ্ছে বলে যে প্রচার চলছে,তা 'অতিরঞ্জিত'। এমন দাবি করলেন বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনুস(Muhammad Yunus)। বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টা বলেন, তাঁদের দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়ে ভারতের (India) যে উদ্বেগ, তা 'অতিরঞ্জিত'। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি যতটা না সাম্প্রদায়িক, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক বলেও মন্তব্য করেন নোবেলজয়ী রাজনীতিবিদ।

ফলে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলে যে খবর আসছে,তা 'অতিরঞ্জি বলে প্রধানমন্ত্রী মোদীর(Narendra Modi) উদ্দেশে বার্তা দেন পড়শি দেশের দায়িত্বপ্রাপ্ত।

আরও পড়ুন:  Bangladesh: ভারতে বসে বাংলাদেশ নিয়ে মন্তব্য করায় শেখ হাসিনাকে কটাক্ষ করলেন মহম্মদ ইউনুস

শেখ হাসিনা এবং আওয়ামী লিগের নৃশংসতার পর দেশ যখন অস্থিরতার মধ্যে দিয়ে যায়, সেই সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে যুক্ত বা সমর্থকরাও হামলার সম্মুখীন হয় বলে মন্তব্য করেন ইউনুস।

গত ৫ অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হন। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর সে দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার বাড়তে শুরু করে। মন্দির ভাঙচুর হয়। এমনকী আওয়ামী লিগের ২ নেতাকে খুনও করা হয়। বাংলাদেশের বিরুদ্ধে এমন অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করলে ইউনুস বলেন, আওয়ামী লিগের সমর্থকদের মানুষ পছন্দ করছেন না। ফলে হিন্দু মানেই আওয়ামী লিগের সমর্থক। এমন ধারনা থেকেই একাধিক ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন ইউনুস। হিন্দুদের উপর হামলার বিষয়টিকে রাজনৈতিক আখ্যা দিয়ে, 'ভারত বেশি করে  ওই ঘটনার প্রচার করছে' বলেও মন্তব্য করতে শোনা যায় মহম্মদ ইউনুসকে। ভারত বেশি করে বিষয়টিকে 'তুলে ধরছে' বলে অভিযোগ করেন ইউনুস।