Nusraat Faria Is Not Well (Photo Credit: FB)

ঢাকা, ২৩ মে: ভাল নেই নুসরত  ফারিয়া (Nusraat Faria)। তাই এই মুহূর্তে তিনি কারও সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারছেন না। যাঁরা ফোন করছেন, মেসেজ করছেন, তাঁদের উদ্বেগ তিনি বুঝতে পারছেন। তবে তিনি অপারগ। তাঁর শরীর ভাল নেই। সেই কারণে এই মুহূর্তে তিনি কারও ফোন বা মেসেজের উত্তর দিতে পারছেন না। কঠিন সময় পার করে, সুস্থ হয় উঠলে আবার তিনি সবার সঙ্গে যোগাযোগ করবেন। জামিনে মুক্তি পাওয়ার পর এমনই জানালেন বাংলাদেশের (Bangladeshi Actress) জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে নুসরত অনুরাগী এবং শুভানুধ্যায়ীদের এই বার্তা দেন।

পাশাপাশি সংবাদমাধ্যমের কর্মীরা যেভাবে তাঁর পাশে থেকেছেন, তার জন্যও প্রত্যেককে ধন্যবাদ জানান ফারিয়া। সুস্থ হলে ফিরে এলে আবার তিনি প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করবেন, দেখা করবেন বলেও জানান নুসরত।

আরও পড়ুন: Nusraat Faria: মানসিকভাবে ভেঙে পড়েছেন নুসরত, জামিন মিলতেই মুখ খুললেন বাংলাদেশি অভিনেত্রী

সম্প্রতি ঢাকা বিমানবন্দর (Dhaka Airport) থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়াকে। থাইল্যান্ডে যাচ্ছিলেন তিনি। থাইল্যান্ডে যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পরদিন জামিন পাননি নুসরত। খুনের চেষ্টার অভিযোগে জেলেই থাকতে হয় তাঁকে। তবে কয়েক ঘণ্টার মধ্যে ফের জামিন পান অভিনেত্রী। জামিনে মুক্ত হওয়ার পর প্রত্যেককে ধন্যবাদ জানান শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরত ফারিয়া। সেই সহ্গে কঠিন সময়ে যাঁরা তাঁর সঙ্গ দিয়েছেন, মনের জোর জুগিয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।