Nusraat Faria (Photo Credits: Facebook)

জামিন মিলতেই অনুরাগীদের ধন্যবাদ জানালেন বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া (Nusraat Faria)। তাঁকে সমর্থন জানানো এবং তাঁর পাশে থাকার জন্যে আপামর সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন অভিনেত্রী। তবে জেলযাত্রা তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছে সেও কথাও উল্লেখ করেছেন।

রবিবার গ্রেফতারির পর মঙ্গলবার, ২০ মে জামিন পেয়েছেন অভিনেত্রী নুসরত (Nusraat Faria)। বাংলাদেশের (Bangladesh) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে জামিন পান তিনি। গ্রেফতারির পর ১৯ মে, সোমবার অভিনেত্রীকে আদালতে তোলা হলে তিনি জামিন পাননি। এরপর ২০ মে ফের নুসরত জামিনের আবেদন করেন। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাঁর জামিন মঞ্জুর করেছেন। জেল থেকে মুক্তি পেতেই সমাজমাধ্যমে সকলকে ধন্যবাদ জানালেন নায়িকা। ফেসবুকে লিখলেন, 'জীবনের সবচেয়ে মূমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই'।

জামিনের পর নুসরতের প্রতিক্রিয়াঃ

নুসরত ফারিয়া আরও লেখেন, 'আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।'

গত ১৮ মে, রবিবার সকালে ঢাকা বিমানবন্দর (Dhaka Airport) থেকে গ্রেফতার করা হয় নুসরতকে। সেই সময়ে তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হন তিনি। পাশাপাশি গত বছর বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে ক্ষমতাসীন দল আওয়ামি লিগের হয়ে নুসরত আর্থিক সাহায্য করেছিলেন বলেও অভিযোগ ওঠে।