প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

ঢাকার বান্দারবনে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মৃত ৮। ঘটনাটি ঘটেছে বন্দারবনের রোয়াঙছররি উপজেলায়। ইউনাই

ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক এবং কুকিচিন ন্যাশন্যাল আর্মির মধ্যে সংঘর্ষের জেরে এই ঘটনা বলে মনে করছেন তদন্তকারীরা।স্থানীয় মানুষজনদের কাছে জানা গেছে যে,  বৃহষ্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত গুলির আওয়াজ শুনতে পান তারা।

মৃতদের পরিহিত ড্রেস থেকে জানা গেছে যে তারা কুকিচিন ন্যাশন্যাল আর্মির সদস্য। এদিকে কেএনএফ তাদের সোস্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে যে ঘটনায় ৭ জন মানুষ মারা গেছেন। এর জন্য তারা এক গ্রুপকে দায়ী করেছে।

তবে এটাই প্রথম নয়, এর আগে বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে কেএনএর তরফে থেকে হত্যালীলা চালানো হয়েছে।

এবছরের ১২ মার্চে একজন সিনিয়র আর্মি অফিসার এবং আরও ২ সেনাকে গুলিকরে হত্যা করে কেএনএর সদস্যরা।মার্চের ১৫ তারিখে ৯ জন মানুষকে অপহরন করে কেএনএফ সদস্যরা।

বৃহস্পতিবারের ঘটনায় ১৭৬ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন রোঙানছার্রি সরকারী হাইস্কুলে।