ঢাকা, ১১ ফেব্রুয়ারি: গতকাল বিভিন্ন জেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের (Awami League) নেতাকর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০০ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (Bangladesh Nationalist Party )কর্মী। এ ছাড়া দুই জেলায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। টাঙ্গাইলে (Tangail) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই দলই সারা দেশে কর্মসূচি পালন করায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয় এবং কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন পরিষদে পদযাত্রা করা। অন্যদিকে, ইউনিয়নগুলোতে 'শান্তি সমাবেশ' করছিল আওয়ামী লীগ তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান (Daulatuzzaman) দাবি করেন, আওয়ামী লীগের সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের আকস্মিক 'হামলায়' তিনিসহ তিনজন আহত হয়েছেন। সূত্র জানায়, শনিবার দুপুরে কামালখান বাজারে আওয়ামী লীগ ও বিএনপি পৃথকভাবে সমাবেশ করছিল। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।