নিউ ইয়র্ক, ১৩ অগাস্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুরিবিদ্ধ হয়েছেন বুকারজয়ী বিশ্বখ্যাত লেখক সলমন রুশদি (Author Salman Rushdie)। মঞ্চে বক্তৃতা দিতে ওঠা ৭৫ বছর বয়সি রুশদির ওপর আচমকাই হামলা করে এক আততায়ী। মঞ্চে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করানো হচ্ছিল রুশদিকে, সেই সময় হামলা করে দুষ্কৃতী। রুশদির ঘাড়ে ও পেটে অন্তত ১৫ বার ছুরিকাঘাত করা হয়। ৭৫ বছর বয়সি লেখক ভেন্টিলেটরে (Ventilator) রয়েছেন। তিনি একটি চোখ হারাতে পারেন। অনুষ্ঠানের সঞ্চালক হেনরি রিসও (Henry Reese) মাথায় আঘাত পেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত একজন চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করেন রুশদির। এরপর তাঁকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর জরুরি অস্ত্রোপচার করা হয়। লেখকের এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি বলেছেন যে সলমন রুশদির একটি হাতের স্নায়ু ছিড়ে গিয়েছে, তাঁর লিভারের ক্ষতি হয়েছে এবং তিনি একটি চোখ হারাতে পারেন। আরও পড়ুন: Drought In Several Parts Of England: ইংল্যান্ডের বিভিন্ন এলাকাকে আনুষ্ঠানিকভাবে খরা ঘোষণা করল সরকার

পুলিশ হামলাকারীকে শনাক্ত করেছে। ২৪ বছরের ওই যুবকের নাম হাদি মাতার (Hadi Matar)। সে নিউ জার্সির বাসিন্দা। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, কী কারণে লেখককে আক্রমণ করল হাদি মাতার, তা এখনও অস্পষ্ট।

মার্কিন রাষ্ট্রপতির হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেন, "সলমন রুশদির উপর হামলা ভয়ঙ্কর। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা তাঁকে এত দ্রুত সাহায্য করার জন্য অনুষ্ঠানে উপস্থিত নাগরিকদের কাছে কৃতজ্ঞ।"