Representational Image (Photo Credits: Pixabay)

যে রক্ষক সেই ভক্ষক বোধহয় একেই বলে। শিশু পরিচর্যা কর্মীর বিরুদ্ধে উঠল নির্যাতনের অভিযোগ।  মোট ৯১ জন শিশুকে নির্যাতনের অভিযোগ উঠল এক শিশু পরিচর্যা কর্মীর বিরুদ্ধে।  এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী অস্ট্রেলিয়া। রিপোর্টে প্রকাশ, যে ব্যক্তির বিরুদ্ধে শিশুদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে ১৬২৩টি মামলা দায়ের করা হয়ছে। যার মধ্যে ১৩৬টি ধর্ষণের মামলায় অভিযুক্ত ওই ব্যক্তি।  পাশাপাশি ১১০টি এমন মামলায় রয়েছে, যেখানে তার বিরুদ্ধে শিশুদের সঙ্গে অবাঞ্ছিত যৌন সংসর্গের অভিযোগ রয়েছে।  সবকিছু মিলিয়ে অস্ট্রেলিয়ার ওই শিশু পরিচর্যা কর্মীর বিরুদ্ধে একের পর এক ভয়াবহ অভিযোগ উঠে আসতে শুরু করেছে।

সম্প্রতি বছর ৪৫-এর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে অস্ট্রেলিয়ায়।  দীর্ঘদিন ধরে খোঁজ চালিয়ে তবেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ওই ব্যক্তিকে গ্রেফতারির পাশাপাশি তার কাছ থেকে ৪ হাজারেরও বেশি শিশু নির্যাতনের বিভিন্ন ছবি এবং ভিডিয়ো পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে খবর।