Photo Credits: Wikimedia Commons

কেন্টাকি: কেন্টাকি (Kentucky) অঞ্চলের উপর দিয়ে প্রশিক্ষণ চালানোর (routine training mission) সময় ধাক্কা (crash) লাগল মার্কিন সেনার দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারের (US Army Black Hawk helicopters) মধ্যে। এর ফলে এখনও পর্যন্ত কমপক্ষে ৯ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার এপ্রসঙ্গে মার্কিন সেনার একজন মুখপাত্র জানান, আমেরিকার স্থানীয় সময় বুধবার বেলার দিকে ১০১ নম্বর এয়ারবোন ডিভিশনের (101st Airborne Division) অধীনে দুটি এইচএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার (HH-60 Black Hawk helicopters) নিয়ে সেনা জওয়ানরা প্রশিক্ষণ নিচ্ছিলেন। কেন্টাকির ট্রিগ কান্টির (Kentucky's Trigg County) উপর দিয়ে উড়ে যাওয়ার সময় দুটি হেলিকপ্টার একে অপরকে ধাক্কা মারে। এই দুর্ঘটনার জেরে কমপক্ষে ৯ জন সেনার মৃত্যু হয়েছে। আরও পড়ুন: Taliban Terrorist Attacks In Pakistan: পাকিস্তানে পুলিশ কর্মীদের গাড়িতে তালিবান জঙ্গিদের হামলা, মৃত কমপক্ষে ৪