Photo: Twitter

পেশোয়ার: পাকিস্তানে (Pakistan) ফের পুলিশ কর্মীদের গাড়িতে (Police vehicle) গুলি চালিয়ে এক আধিকারিক-সহ কমপক্ষে ৪ জনকে হত্যা (Kill) করল তালিবান জঙ্গিরা (Taliban terrorists)। এই হামলার ফলে জখম হয়েছেন আরও ৬ জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম পাকিস্তানের (northwest Pakistan) খাইবার-পাখতুনখোয়া প্রদেশের (Khyber-Pakhtunkhwa province) লাক্কি মারওয়াত জেলায় (Lakki Marwat district)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পুলিশ ও নিরাপত্তাকর্মীদের নিয়ে একটি গাড়ি সর্দ্দার পুলিশ স্টেশনের (Saddar police station) দিকে যাচ্ছিল। সেই সময় তালিবান জঙ্গিদের একটি দল ওই গাড়িটি লক্ষ্য করে গুলি চালাতে থাকে (opened fire)। এর ফলে একজন ডিএসপি-সহ চারজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৬ জন। এই ঘটনার খবর পাওয়ার পরেই খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ প্রধান আখতার হায়াত খান তদন্তের নির্দেশ দিয়েছেন।

লাক্কি মারওয়াত পুলিশের মুখপাত্র জানান, বৃহস্পতিবার সকালের দিকে এই হামলার পরেই পুলিশ ও জঙ্গিদের মধ্যে তুমুল গুলির লড়াই হয়। এর ফলে ৬ জন পুলিশকর্মী জখম হয়েছে। জঙ্গিদের কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র (advanced and heavy weaponry) ছিল। হামলা চালিয়ে জঙ্গিরা যখন পালিয়ে যাচ্ছিল তখন পুলিশকর্মীরা পালটা গুলি চালান। তবে অন্ধকারের সুযোগে জঙ্গিরা পালাতে সক্ষম হয়। পরে বিবৃতি দিয়ে এই হামলার দায় স্বীকার করেছে তেহেরিক-ই-তালিবান পাকিস্তান (Tehreek-i-Taliban Pakistan)।

খবর পাওয়ার পরেই এই হামলার তীব্র নিন্দা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Prime Minister Shehbaz Sharif) বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আত্মবলিদান দেওয়া পুলিশ আধিকারিকদের কথা কখনও ভোলা যাবে না। যাঁরা জখম হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি।" আরও পড়ুন: Fire Kills At Least 10 In Philippines: ফেরী দুর্ঘটনায় ফিলিপিন্সে মৃত ১০