Myanmar Jade Mine Landslide: মায়ানমারে জেড খনিতে ধস নেমে ১ জনের মৃত্যু, নিখোঁজ কমপক্ষে ৭০
Myanmar Jade Mine Landslide (Photo: Twitter)

কাচিন, ২২ ডিসেম্বর: বুধবার উত্তর মায়ানমারে (Myanmar) একটি জেড খনিতে ভূমিধসের (Jade Mine Landslide) ফলে অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৭০-১০০ জন। কাচিন রাজ্যের (Kachin State) হপাকান্ত (Hpakant area) এলাকার ওই খনিতে ভোর ৪টে নাগাদ ভূমিধস হয়। উদ্ধারকারী দলের একজন সদস্য সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন যে জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মৃতদের অধিকাংশই অবৈধ জেড খনির শ্রমিক বলে মনে করা হচ্ছে। মায়ানমা বিশ্বের সবচেয়ে বড় জেডের উৎস। কিন্তু এখানকার খনিগুলিকে বছরের পর বছর ধরে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। হপাকান্তে জেড মাইনিং নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু স্থানীয়রা প্রায়ই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে খনি থেকে প্রাকৃতিক সম্পদ উত্তোলন করে। আরও পড়ুন: Cop Suspended For Flashing Private Parts: মহিলাকে গোপনাঙ্গ দেখানোর জন্য সাসপেন্ড পুলিশ কর্মী

বেশ কিছু দিন আগে, হপাকান্তের একটি জেড ব্লকে ভূমিধসে অন্তত ১০ জন অদক্ষ খনি শ্রমিক নিখোঁজ হয়ে যান। গত বছরের জুলাইয়ে কাচিন প্রদেশে একটি জেড খনিতে ধস নামায় কমপক্ষে ১৬২ জনের মৃত্যু হয়।