Photo Credit BNO

পশ্চিম অষ্ট্রেলিয়ায় সমুদ্রতটে এসে ফিরে পুনরায় জলের মধ্যে ফিরতে না পারায় প্রাণ গেল ৫১ টি তিমির। পশ্চিম অষ্ট্রেলিয়ার চেইনেস সমুদ্রতটে এই  ধরনের ঘটনা প্রয়শই দেখা যায়। যেখানে সমুদ্রের তটে এসে ভীড় জমাতে শুরু করে তিমির দল। তবে তটে আসার পর আবার ফিরে যেতে না পারার কারণে অনেক তিমির মৃত্যু হয়।

মঙ্গলবার থেকে সমুদ্র তীরবর্তী অঞ্চলে একে একে জমতে শুরু করে তিমিগুলি। ওয়েস্টার্ন অষ্ট্রেলিয়া পার্কস এবং ওয়াইল্ড লাইফ সার্ভিসের অফিসারের পৌছেছেন সমুদ্রতটে। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে যে মঙ্গলবার সন্ধ্যের সময় কমপক্ষে ৬০ থেকে ৭০ টি তিমি সমুদ্রতটের ওপর চলে আসে। বিষয়টির ওপর তারা নজর রেখে চলেছে বলে জানা যাচ্ছে।

তিমিদের সাহায্য করতে স্থানীয়রা ইতিমধ্যেই সেখানে পৌছতে শুরু করেছেন। এর আগে একইরকম ঘটনা ঘটেছিল ২০১৮ সালে যেখানে সমুদ্রতীরবর্তী স্থানে এসে পড়ার ফলে ১৩০ টি তিমি প্রাণ হারিয়ে ছিল। সাউথ পার্থে হ্যামলিন বে এলাকায় মারা যায় বিপুল পরিমাণ তিমি।

এর আগে ১৯৯৬ সালে দানসবোরোতে তীরে আসার কারণে মারা যায় ৩২০ টি তিমি।