কাবুল, ১৬ অগাস্ট: মুম্বইয়ের লোকাল ট্রেনে ওঠার যে হুড়োহুড়ি-ধাক্কাধাক্কি চোখে পড়ে, সেই দৃশ্যই এখন আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে দেখা যাচ্ছে। সোমবার সকালে কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরে বিমানে ওঠার হুড়োহড়িতে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। কাবুলে উপস্থিত সংবাদসংস্থা রয়টার্সের প্রতিনিধিকে প্রত্যক্ষদর্শীরা এমন কথা জানিয়েছেন।

দেশে তালিবানি শাসন শুরু হতে দেশছাড়ার হিড়িক গোটা কাবুল জুড়ে। সবাই যে যা পেরেছে হাতে নিয়ে বিমানে উঠে অন্যত্র পালিয়ে যেতে ভিড় জমিয়েছে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে। কাবুলে বিমানে ওঠার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তা দেখলে চক্ষুচড়ক গাছ হওয়ার জোগাড়।

গোটা দেশটাই দখল হয়ে গিয়েছে। তালিবান ঢুকে পড়েছে কাবুলে দেশের প্রেসিডেন্টের প্রাসাদে। প্রেসিডেন্ট দেশ ছাড়া। এমন অসহায় অবস্থায় দেশ ছাড়ার হুড়োহুড়ি পড়ে গিয়েছে কাবুলে বিমানবন্দরে। হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। একে অপরকে ঠেলে ফেলে যে ভাবেই হোক বিমানে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। কাবুল বিমানবন্দর জনসমুদ্রে পরিণত হয়েছে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঠেলাঠেলি করে বিমানে ওঠার চেষ্টা চালাচ্ছেন নাগরিকরা। আরেকটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিমানে ঠাঁই পেতে ছুটছেন অনেক মানুষ। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দর চত্বরে গুলিও ছুড়েছে আমেরিকান সেনা।