কাবুল, ১৬ অগাস্ট: মুম্বইয়ের লোকাল ট্রেনে ওঠার যে হুড়োহুড়ি-ধাক্কাধাক্কি চোখে পড়ে, সেই দৃশ্যই এখন আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে দেখা যাচ্ছে। সোমবার সকালে কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরে বিমানে ওঠার হুড়োহড়িতে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। কাবুলে উপস্থিত সংবাদসংস্থা রয়টার্সের প্রতিনিধিকে প্রত্যক্ষদর্শীরা এমন কথা জানিয়েছেন।
At least 5 people were killed in Kabul airport as hundreds of people tried to forcibly enter planes leaving Kabul, witnesses: Reuters
— ANI (@ANI) August 16, 2021
দেশে তালিবানি শাসন শুরু হতে দেশছাড়ার হিড়িক গোটা কাবুল জুড়ে। সবাই যে যা পেরেছে হাতে নিয়ে বিমানে উঠে অন্যত্র পালিয়ে যেতে ভিড় জমিয়েছে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে। কাবুলে বিমানে ওঠার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তা দেখলে চক্ষুচড়ক গাছ হওয়ার জোগাড়।
Desperate situation unfolding at #Kabul airport this morning. pic.twitter.com/JlAWtTHPBy
— Ahmer Khan (@ahmermkhan) August 16, 2021
BREAKING: Reports of several Afghan civilians dead after #US soldiers fired shots in Kabul Airport as people stormed the tarmac while US and other foreign missions tried to evacuate their diplomats. #Afganistan #Taliban pic.twitter.com/QyVgxURk3T
— Arwa Ibrahim (@arwaib) August 16, 2021
গোটা দেশটাই দখল হয়ে গিয়েছে। তালিবান ঢুকে পড়েছে কাবুলে দেশের প্রেসিডেন্টের প্রাসাদে। প্রেসিডেন্ট দেশ ছাড়া। এমন অসহায় অবস্থায় দেশ ছাড়ার হুড়োহুড়ি পড়ে গিয়েছে কাবুলে বিমানবন্দরে। হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। একে অপরকে ঠেলে ফেলে যে ভাবেই হোক বিমানে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। কাবুল বিমানবন্দর জনসমুদ্রে পরিণত হয়েছে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঠেলাঠেলি করে বিমানে ওঠার চেষ্টা চালাচ্ছেন নাগরিকরা। আরেকটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিমানে ঠাঁই পেতে ছুটছেন অনেক মানুষ। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দর চত্বরে গুলিও ছুড়েছে আমেরিকান সেনা।