পূর্ব তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত (Photo: Twitter)

তাইপেই, ২ এপ্রিল: পূর্ব তাইওয়ানে (Taiwan) ট্রেন লাইনচ্যুত (Train Derails) হয়ে কমপক্ষে ৩২ জনের মৃত্যু। ৭২ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছে, প্রায় ৩৫০ জন যাত্রী থাকা ওই ট্রেনটি হুয়ালিয়েনের ঠিক উত্তরে একটি সুড়ঙ্গে লাইনচ্যুত হয়। এরপর বেশ কয়েকটি কামরা সুড়ঙ্গের দেওয়ালে গিয়ে ধাক্কা মারে।

দমকলকর্মীরা জানিয়েছেন, ট্রেনের প্রথম চারটি কামরা থেকে ৮০-১০০ জনকে উদ্ধার করা হয়েছে। পাঁচ-আট নম্বর কামরা দুমড়ে মুচড়ে গেছে। ওই কামরা গুলিতে পৌঁছে উদ্ধারকাজ চালানো কঠিন। তবে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তাঁরা জানান। আরও পড়ুন: EAM S Jaishankar: প্যালেস্টাইনে পৌঁছেছে মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন, বললেন জয়শংকর

অফিসিয়াল সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে যে লাইনের ধারে একটি ট্র্যাক পার্ক করা ছিল। সঠিক ভাবে সেটি পার্ক করা ছিল না। ওই ট্রাকে ধাক্কা লেগেই ট্রেন লাইনচ্যুত হয়েছে বলে মনে করা হচ্ছে।