Afghanistan Airstrikes: আফগানিস্তানে এয়ার স্ট্রাইক, হত ৩৫ তালিবান
বিমানহানার প্রতীকী ছবি (Photo Credits: PTI)

কাবুল, ২৬ জুলাই: মার্কিন সেনা আফগান এয়ারবেস ছাড়ার পর থেকেই একের পর এক তালিবানি হামলার মুখে পড়ছে সেদেশের সেনা থেকে সাধারণ মানুষ৷ নাশকতার যেন বিরাম নেই৷ এবার অপ্রতিরোধ্য জঙ্গি গোষ্ঠী তালিবানকে রুখতে চলল এয়ার স্ট্রাইক (Afghanistan Airstrikes)৷ তালিবান অধ্যুষিত আফগানিস্তানের হেলমন্দ ও বাদাখশন প্রদেশে বিমান হানায় ৩৫ জন জঙ্গি হত৷ রবিবার আফগান সেনা এক বিবৃতিতে জানিয়েছে এই বিমান হানার খবর৷ শুধু জঙ্গিঘাঁটিই নয় তালিবানদের অস্ত্রভাণ্ডারও ধ্বংস করে দেওয়া হয়েছে৷ হেলমন্দ প্রদেসের ৬ জেলায় নিজেদের আধিপত্ বিস্তার করেছিল তালিবানরা৷ অন্যদিকে বাদাখশন প্রদেশের আগ্রো জেলায় তালিবানদের ঘাঁটিতে হামলা চালায় যুদ্ধবিমান৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় করোনার বলি ৪১৬

এই এয়ার স্ট্রাইকে প্রচুর গোলাবারুদ, আগ্নেয়াস্ত্র-সহ একটি বিমানবিরোধী বন্দুকও ধ্বংস হয়েছে৷ তবে এই বিমান হানার জেরে কোনও নিরাপত্তা বাহিনীর সদস্য বা সাধারণ মানুষের ক্ষতি হয়নি৷ এর আগে শনিবার আফগান সেনা দাবি করে যে বাল্ক প্রদেশে কালদার ও চামতাল জেলায় ৮১-জন তালিবান জঙ্গিকে নিকেশ করা হয়েছে৷ মূলত যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে মে মাসের ২০ তারিখ নাগাদ মার্কিন সেনা পাততাড়ি গোটানো শুরু করতেই ফের মারণ কেলায় মেতে উঠেছে তালিবান৷